Advertisement
Advertisement
Gujarat

প্রেম প্রস্তাব প্রত্যাখ্যান করায় নাবালিকাকে ৩৪ বার ছুরির কোপ! মৃত্যুদণ্ডের সাজা যুবকের

গোটা বিষয়টিকে 'বিরলের মধ্যে বিরলতম' বলে আখ্যা দেন বিচারক।

Man sentenced to death for stabbing teen 34 times in Gujarat | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:March 14, 2023 2:44 pm
  • Updated:March 14, 2023 2:44 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নাবালিকাকে প্রেমের প্রস্তাব দিয়েছিল। কিন্তু সেই প্রস্তাবে রাজি হয়নি সে। মেজাজ হারিয়ে তাই একাদশ শ্রেণির সেই ছাত্রীকে ৩৪ বার কোপায় এক যুবক। এবার এই ভয়ংকর অপরাধের জন্য দোষী ওই যুবককে নজিরবিহীন শাস্তি দিল আদালত। তাঁকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়।

সোমবার গুজরাটের (Gujarat) রাজকোট জেলার একটি আদালত দোষী সাব্যস্ত জয়েশ সর্ভাইয়াকে মৃত্যুদণ্ডের সাজা দেয়। জানা গিয়েছে, এই জেলারই জেটপুরের বাসিন্দা ছিল ওই নাবালিকা। অভিযোগ, দীর্ঘদিন ধরেই তাকে বিরক্ত করত জয়েশ। যার ভয়ংকর পরিণতি ঘটে ২০২১ সালের ১৬ মার্চ। ওই দিন নাবালিকার বাড়ি গিয়ে তাকে প্রেম প্রস্তাব দেয় জয়েশ। কিন্তু ২৬ বছরের সেই যুবকের প্রস্তাব নাকচ করে দেয় নাবালিকা। আর তাতেই মেজাজ হারিয়ে বাড়ির সামনেই কিশোরীকে ধারালো অস্ত্র দিয়ে ৩৪ বার কোপায় সে। মৃত্যুর কোলে ঢোলে পড়ে নাবালিকা।

Advertisement

[আরও পড়ুন: নাতু নাতু গানে নাচ গাভাসকরের, রিল জাদেজা-অশ্বিনের, অস্কার জয় উদযাপনে ব্যস্ত ক্রিকেটাররা]

এই ঘটনায় উত্তাল হয়ে উঠেছিল গোটা এলাকা। অভিযুক্তের কড়া শাস্তির দাবি জানিয়ে সরব হয়েছিলেন স্থানীয়রা। অভিযোগ, শুরু নাবালিকাকেই নয়, তার ভাইকেও মারধর করেছিল জয়েশ। সেই মামলাতেই সোমবার দোষীকে মৃত্যুদণ্ডের সাজা শোনালেন অতিরিক্ত নগর দায়রা বিচারক আরআর চৌধুরী। গোটা বিষয়টিকে ‘বিরলের মধ্যে বিরলতম’ বলে আখ্যা দেন তিনি।

ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় তাঁকে মৃত্যুদণ্ড এবং ৫০০০ টাকা জরিমানা দেওয়া হয়। বিচারকের পর্যবেক্ষণ, এই ঘটনা গোটা সমাজকে কাঁপিয়ে দিয়েছিল। সেই কারণেই এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়েছে। এই রায়ের বিরুদ্ধে হাই কোর্টে আবেদনের জন্য একমাস সময় দেওয়া হয়েছে দোষীকে।

[আরও পড়ুন: মেয়াদ শেষের পর উপাচার্যদের পুনর্নিয়োগ নয়, জানিয়ে দিল কলকাতা হাই কোর্ট]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement