Advertisement
Advertisement

Breaking News

Bihar Rape

তিন বছরের শিশুকে ধর্ষণ করে মাথা থেঁতলে খুন! ধর্ষককে ফাঁসির সাজা বিহারে

এই বীভৎস অপরাধকে ‘ঘৃণ্য’ আখ্যা আদালতের।

Man sentenced to death for rape-murder of 3-year-old girl in Bihar | Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:December 20, 2020 2:47 pm
  • Updated:December 20, 2020 2:47 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাত বছরের দাদার সঙ্গে খেলা করছিল তিন বছরের ছোট্ট মেয়েটি। মামাবাড়ি বেড়াতে গিয়েছিল তারা। সেই সময়ই তাকে অপহরণ করে এক যুবক। পরে শিশুটিকে নির্জন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণ (Rape) ও খুন করে সে। দু’বছর ধরে বিচার চলার পরে তার এই বীভৎস অপরাধকে ‘ঘৃণ্য’ আখ্যা দিয়ে ফাঁসির সাজা শোনাল বিহারের (Bihar) সমস্তিপুরের বিশেষ পকসো আদালত। ভিডিও বৈঠকে রায় দিলেন বিচারক।

ঠিক কী হয়েছিল? ২০১৮ সালের ২ জুন আচমকাই নিখোঁজ হয়ে যায় ওই তিন বছরের শিশুকন্যা। হারিয়ে যাওয়ার আগে সে তার সাত বছরের দাদার সঙ্গে খেলছিল বলে জানা গিয়েছিল। রাত বাড়তে থাকায় ক্রমেই উদ্বেগও বাড়ে বাড়ির লোকের। সর্বত্র খুঁজেও মিলছিল না সন্ধান। তার দাদা প্রথমে ভয়ে কিছু না বললেও পরে জানায়, বোনকে তাদের পাশ থেকে তুলে নিয়ে গিয়েছে এক যুবক। প্রতিবেশীরাও জানায়, তারা মেয়েটিকে দেখেছে ওই যুবকের সঙ্গে। কিন্তু অনেক খুঁজেও সেদিন কোনও সন্ধান মেলেনি শিশুটির।

Advertisement

[আরও পড়ুন: বাংলার ‘গণতন্ত্র’ শুভেন্দুর যোগদানের মঞ্চে হল ‘গনতন্ত্র’, বানান বিভ্রাটে অস্বস্তিতে বিজেপি]

অবশেষে পরের দিন সকালে তার  নগ্ন মৃতদেহের সন্ধান মেলে। কোনও ভারী কিছু দিয়ে মাথা থেঁতলে খুন করা হয়েছিল শিশুটিকে। যৌনাঙ্গ ছিল ক্ষতবিক্ষত। তার মায়ের দায়ের করা এফআইআরের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। রামলাল মাহাতো নামের অভিযুক্তকে কয়েক দিনের মধ্যেই গ্রেপ্তার করা হয়। থুব তাড়াতাড়ি পেশ করা হয় চার্জশিট।

আদালতে আটজন প্রত্যক্ষদর্শী সাক্ষ্য দেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ সাক্ষ্য ছিল মৃতা শিশুর দাদার। সে আদালতে রামলালকে চিহ্নিত করে জানায়, বোনের সঙ্গে খেলা করার সময় ওই যুবক ঘটনাস্থলে হাজির হয়। তারপর আচমকাই তার চোখে ধুলো ছুঁড়ে দিয়ে তার বোনকে নিয়ে পালিয়ে যায়।

[আরও পড়ুন: ফের কংগ্রেস সভাপতি পদে সোনিয়াপুত্র? নেতৃত্বের সঙ্গে বৈঠকে ইঙ্গিতপূর্ণ মন্তব্য রাহুলের]

তিন দিন আগেই দোষী সাব্যস্ত হয় রামলাল। অবশেষে রায় দিল আদালত। জানিয়ে দিল, অপরাধীর অপরাধ এতই নৃশংস ও ঘৃণ্য যে, ভারতীয় দণ্ডবিধি ৩০২ ধারা অনুসারে তাকে ফাঁসির সাজা শোনানো হচ্ছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement