Advertisement
Advertisement

Breaking News

Kashmir Terror Attack

হামলার পর সেলিব্রেশন? কেক হাতে পাক হাই কমিশনে ‘সন্দেহভাজন’ যুবক! ভিডিও ভাইরাল

কী তাঁর পরিচয়? শুরু হয়েছে জল্পনা।

Man Seen Carrying Cake Inside Pakistan High Commission Office, Video Went Viral
Published by: Subhodeep Mullick
  • Posted:April 24, 2025 8:11 pm
  • Updated:April 24, 2025 8:11 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভয়াবহ জঙ্গি হামলায় কেঁপে উঠেছে কাশ্মীরের পহেলগাঁও। সেই আতঙ্ক এখনও কাটেনি। ঘটনার দু’দিন পর বৃহস্পতিবার দিল্লিতে পাক হাই কমিশনের বাইরে কেক হাতে দেখা গেল এক ‘সন্দেহভাজন’ যুবককে। কী তাঁর পরিচয়? দানা বেঁধেছে জল্পনা।

Advertisement

এই সংক্রান্ত একটি ভিডিও ইতিমধ্যেই সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, যুবকের গাল ভর্তি দাড়ি। পরনে কালো কুর্তা। হাতে রয়েছে কেকের বাক্স। হন্তদন্ত হয়ে তিনি পাক হাই কমিশনের ভিতরে প্রবেশ করছেন। রাস্তায় উপস্থিত সাংবাদিকরা তাঁকে ঘিরে ধরে প্রশ্ন করলেও তিনি কোনও কথা বলেননি। ভিডিওটি ভাইরাল হওয়ার পরই একাধিক জল্পনা তৈরি হয়েছে। তবে ওই যুবকের পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি।     

পহেলগাঁওয়ে পর্যটকদের উপর হামলার পরেই বুধবার বৈঠকে বসে নিরাপত্তা সংক্রান্ত ক্যাবিনেট কমিটি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে এই বৈঠক চলে প্রায় আড়াই ঘণ্টা ধরে। তারপরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিদেশসচিব বিক্রম মিসরি বলেন, “সিন্ধু জলচুক্তি বাতিল করছে ভারত। এছাড়াও অবিলম্বে বন্ধ করা হবে ওয়াঘা-আটারি সীমান্ত। পাকিস্তানিদের ভিসা বাতিল করা হবে এবং বর্তমানে যেসব পাকিস্তানিরা ভারতে রয়েছেন তাঁদের ৪৮ ঘণ্টার মধ্যে ভার‍ত ছাড়তে হবে। এছাড়াও ভারত এবং পাকিস্তান- দুই দেশের হাই কমিশন থেকেই সরিয়ে নেওয়া হবে সামরিক পরামর্শদাতাদের।”

ভারতের এই সিদ্ধান্তের পালটা দিতে বৃহস্পতিবার জাতীয় নিরাপত্তা কমিটির সঙ্গে বৈঠকে বসেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ভারতের পথে হেঁটেই বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে ইসলামাবাদ। ওয়াঘা সীমান্ত বন্ধ, ভারতীয়দের জন্য় পাক ভিসা বাতিল, হাই কমিশনের কর্মী প্রত্যাহারের মতো সিদ্ধান্তগুলি নিয়েছে ইসলামাদ। তবে ভারত থেকে পাকিস্তানে যাওয়া শিখ পুণ্যার্থীদের ছাড় দেওয়া হবে।

এছাড়াও পাকিস্তানের তরফে জানানো হয়েছে, ভারতের সঙ্গে সমস্ত বাণিজ্য বন্ধ করা হল। তৃতীয় কোনও দেশের মাধ্যমেও ভারত-পাকিস্তান বাণিজ্য চলবে না। শিমলা চুক্তি-সহ অন্যান্য বাণিজ্যিক চুক্তিও বাতিল করা হল। ভারত অধিকৃত বা নিয়ন্ত্রিত উড়ান সংস্থার বিমানগুলি পাক আকাশসীমায় ঢুকতে পারবে না। সিন্ধু জলচুক্তি বাতিল যুদ্ধ ঘোষণার সমান, একথা বারবার মনে করিয়ে দিয়েছে পাকিস্তান। পহেলগাঁও হামলায় পাকিস্তানের উপর দোষ চাপিয়ে সংকীর্ণ রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করছে ভারত, এমনটাই দাবি ইসলামাবাদের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement