ছবি: প্রতীকী
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সকালে তিনি বিয়ে করেছিলেন চার বছরের প্রেমিকাকে। এরপর সন্ধ্যাবেলায় ফের তিনি বিয়ে করলেন। এবার মা-বাবার বেছে দেওয়া পাত্রীকে! এমনই অভিযোগ উঠল গোরক্ষপুরের এক যুবকের বিরুদ্ধে। ইতিমধ্যেই পুলিশের দ্বারস্থ হয়েছেন তাঁর প্রেমিকা।
ওই তরুণীর অভিযোগ, চার বছর ধরে তাঁর সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে অভিযুক্ত যুবকের। তাঁদের মধ্যে শারীরিক সম্পর্কও ছিল। এবং সেই কারণে তিনি তিনবার অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিলেন। প্রথম দুবার অ্যাবরশন করা হয়েছিল। তৃতীয়বার তিনি সন্তানের জন্মও দেন। কিন্তু সেই সন্তান হাসপাতালের এক নার্সকে দিয়ে দেন ওই যুবক। এর মধ্যেই তিনি খবর পান, তাঁর প্রেমিকের বিয়ে ঠিক করেছে পরিবার। যদিও যুবকটি তাঁকে আশ্বস্ত করেন, তিনি তাঁর প্রেমিকাকেই বিয়ে করবেন। এবং তাঁকে আইনি বিয়ে করার কথা বলেন। দাবি করেন, তাহলে আর তাঁর বাড়ির লোক কোনও আপত্তি করতে পারবে না।
যুবতীর দাবি, তিনি সেই কথায় রাজি হয়ে যান। এবং সকালে তাঁদের বিয়ে হয়েও যায়। কিন্তু এরপরই নাকি ওই যুবক বাড়ি ফেরেন। সন্ধ্যাবেলায় তাঁর সঙ্গে বিয়ে হয় বাড়ির ঠিক করা পাত্রীর সঙ্গে।
পুরো বিষয়টি তাঁর কাছে পরিষ্কার হয়ে যায় পরের দিন। তিনি নিজের শ্বশুরবাড়িতে গেলে জানতে পারেন যুবকের ‘কাণ্ড’। তাঁকে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয় বলেও অভিযোগ। এরপরই ওই যুবতী পুলিশে অভিযোগ দায়ের করেন।
সিনিয়র পুলিশ অফিসার জিতেন্দ্রকুমার শ্রীবাস্তব জানিয়েছেন, যে অভিযোগ জমা পড়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। দেখা গিয়েছে, ওই যুবতী যা দাবি করেছেন তাতে সত্যতা রয়েছে। খুব দ্রুত এই বিষয়ে পদক্ষেপ করা হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.