দিল্লির ব্যস্ত রাস্তায় চেয়ার নিয়ে বসে যুবক।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভাইরালের নেশায় বুঁদ দেশের যুবসমাজ। মেট্রো থেকে ট্রেন, বাস, ব্যস্ত সড়ক রিলের (Reels) আওতা থেকে বাদ যাচ্ছে না কোনও কিছুই। রিল প্রেমীদের দাপটে অস্বস্তিতে পড়ছেন সাধারণ পথ চলতি মানুষ। এবার সোশাল মিডিয়ায় জনপ্রিয়তার নেশায় ব্যস্ত সড়কের মাঝে চেয়ার নিয়ে বসে পড়লেন যুবক। তবে ব্যস্ত রাস্তায় বিপজ্জনক স্টান্ট দেখানোর পরিণতি অবশ্য খুব একটা সুখকর হল না। ভিডিওর জেরে হাজতে ঠাঁই হল যুবকের।
ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, এক যুবক অত্যন্ত ব্যস্ত জিটি রোডের ঠিক মাঝখানে চেয়ার নিয়ে বসে পড়েন যুবক। পাশে রাখা তাঁর মোটর বাইক। মাঝ রাস্তায় এমন ‘পাগলামি’ দেখে রীতিমতো অবাক হয়ে যাচ্ছেন পথ চলতি মানুষ। ঘটনার জেরে যান চলাচলেও ব্যাপক অসুবিধা হয়। শুরু হয় যানজট। ভিডিও প্রকাশ্যে আসার পরই তৎপর হয় পুলিশ। বাইকের নম্বরের সূত্র ধরে পুলিশ জানতে পারে অভিযুক্ত যুবকের নাম বিপিন কুমার (২৬)। এবং এই ভিডিও নেওয়া হয়েছে দিল্লির জিটি রোডের শাস্ত্রী পার্ক এলাকায়। অনুসন্ধান চালিয়ে এর পর যুবককে গ্রেপ্তার করে পুলিশ। বাজেয়াপ্ত করা হয় বিপিনের বাইক ও মোবাইল।
VIDEO | Delhi Police arrested a person after his reel went viral on social media. In the video, the person can be seen sitting on a chair in the middle of the road along with his motorcycle.
(Source: Third Party/PTI)
(Full video available on PTI Videos -… pic.twitter.com/WfN95iYciT
— Press Trust of India (@PTI_News) April 27, 2024
পাশাপাশি সাধারণ মানুষকে সমস্যার ফেলে এই ধরনের ঘটনা যাতে কেউ না ঘটান তার জন্য সাধারণ মানুষের কাছে আবেদন জানিয়েছে দিল্লি পুলিশ। সোশাল মিডিয়ায় পুলিশের তরফে লেখা হয়েছে, ‘ফলোয়ার্স বাড়ানোর জন্য এই ধরনের স্টান্টবাজি করবেন না। এই ঘটনায় সাধারণ মানুষ সমস্যায় পড়েন। যদি এমন কোনও ভিডিও সোশাল মিডিয়ায় প্রকাশ্যে আসে সেক্ষেত্রে কড়া ব্যবস্থা নেওয়া হবে প্রশাসনের তরফে।
উল্লেখ্য, দিল্লিতে রিল প্রেমীদের বাড়বাড়ন্ত নতুন কিছু নয়, বার বার এই ধরনের ঘটনা প্রকাশ্যে আসার পর পরিস্থিতি মোকাবিলায় কড়া হাতে তৎপর হয়েছে পুলিশও। গত শুক্রবার দিল্লিতে স্পাইডার ম্যান ও স্পাইডার ওম্যানের পোশাক পরে ব্যস্ত রাস্তায় বাইকের কেরামতি দেখাতে দেখা যায় দুই যুবক-যুবতীকে। সেই ঘটনার দুজনকেই গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। এবার ব্যস্ত রাস্তায় চেয়ার পেতে বসে একই হাল হল বিপিন কুমারের।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.