Advertisement
Advertisement

Breaking News

ঋণমুক্ত হতে স্ত্রীর সম্মান বিকিয়ে দিল যুবক

স্ত্রী দাবি করেছেন, তিনি বাধা দিতে গেলে নরেশ তাঁকে বেধড়ক মারধর করে৷

Man lets a friend rape his wife to pay debt
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 5, 2016 8:50 pm
  • Updated:October 5, 2016 8:50 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৫০০০ টাকার ধার নিয়ে শোধ করতে পারেনি৷ তাই ঋণমুক্ত হতে নিজের স্ত্রীর সম্মান বিকিয়ে দিলেন গাজিয়াবাদের এক ব্যক্তি৷ এই নৃশংস ঘটনার শিকার ওই গৃহবধূ পুলিশের কাছে তাঁর স্বামী ও স্বামীর এক বন্ধুর বিরুদ্ধে অভিযোগ জানান৷

পুলিশ সূত্রের খবর, ২৯ সেপ্টেম্বর নরেশ নামের ওই ব্যক্তি তাঁর বন্ধু পিন্টুকে নিয়ে বাড়ি আসেন৷ পিন্টুর থেকে ৫০০০ টাকা ধার নিয়েছিলেন নরেশ কিন্তু সেই ধার শোধ করে উঠতে পারেননি৷ তাই স্ত্রীকে জোর করে পিন্টুর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করতে নির্দেশ দেয় সে৷

Advertisement

নরেশের স্ত্রী দাবি করেছেন, তিনি বাধা দিতে গেলে নরেশ তাঁকে বেধড়ক মারধর করে৷ ঘটনার পর পুলিশের দ্বারস্থ হন ওই মহিলা৷ ১ অক্টোবর পুলিশ নরেশ ও তার বন্ধু পিন্টুকে গ্রেফতার করে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement