Advertisement
Advertisement

পরকীয়া সম্পর্কে জটিলতার জের? দিল্লিতে ৩ সন্তানের মাকে খুন করে আত্মঘাতী যুবক

২-৩ বছর আগে জিমে প্রথম ওই মহিলার সঙ্গে দেখা হয় যুবকের।

Man Kills self after shooting woman dead in Delhi | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:July 28, 2023 10:54 am
  • Updated:July 28, 2023 12:53 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রকাশ্য রাস্তায় মহিলাকে গুলি। ঘটনাস্থল থেকে পালিয়ে নিজের বাড়ি ফিরে সেই একই বন্দুকের গুলিতে আত্মহত্যা যুবকের। খাস রাজধানী দিল্লিতে রোমহর্ষক ঘটনা। পুরো ঘটনার নেপথ্যে পরকীয়া সম্পর্কের ছায়া দেখছে পুলিশ।

দিল্লি পুলিশ সূত্রের খবর, দক্ষিণ পশ্চিম দিল্লির ডাবরিতে বৃহস্পতিবার রাত পৌনে ন’টা নাগাদ ঘটনাটি ঘটে। রেণু গোয়েল নামের এক মহিলাকে প্রকাশ্য রাস্তায় গুলি চালিয়ে দেয় বছর ২৩-এর এক যুবক। জানা গিয়েছে, সেসময় ওই মহিলা নিজের এক বন্ধুর সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন। সঙ্গে সঙ্গে রেণুকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

Advertisement

[আরও পড়ুন: ব্রিকসে সদস্য বাড়ানোর দাবিতে দাদাগিরি চিনের! তীব্র বিরোধিতা ভারত ও ব্রাজিলের]

তদন্তে নেমে অভিযুক্তের সন্ধানে তল্লাশি শুরু করে পুলিশ। তৈরি করা হয় একাধিক টিম। অভিযুক্তকে খুঁজতে খুঁজতে তাঁর বাড়ি পৌঁছলে ওই যুবকের মৃতদেহ দেখতে পান পুলিশকর্মীরা। দিল্লি পুলিশ জানিয়ছেন, যে রিভলবার থেকে রেণুকে গুলি করা হয়েছিল, সেই একই রিভলবারের গুলিতে মৃত্যু হয়েছে অভিযুক্ত যুবকেরও। আশিস নামের ওই যুবক আত্মহত্যা করেছে বলেই প্রাথমিক অনুমান পুলিশের।

[আরও পড়ুন: ‘ঠিক যেমনটা আমরা চেয়েছিলাম, আপনি তেমনটাই করছেন’, মোদিকে নয়া তির তৃণমূলের]

স্থানীয় সূত্রের খবর, রেণুর স্বামী একজন নির্মাণ ব্যবসায়ী। বছর দুই-তিন আগে একটি জিমে আশিসের সঙ্গে দেখা হয় তাঁর। দু’জনের মধ্যে বন্ধুত্বও হয়। পুলিশ জানিয়েছে, ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েনেই রেণুকে আশিস খুন করেছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। তবে রেণু এবং আশিসের সম্পর্ক ঠিক কেমন ছিল, সেটা জানার চেষ্টা করা হচ্ছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement