Advertisement
Advertisement

Breaking News

Mumbai

অন্য পুরুষে মজেছে মন! সন্দেহে ভিড় রাস্তায় তরুণীকে নৃশংস ‘খুন’ প্রেমিকের

চোখের সামনে হত্যাকাণ্ড দেখেও তরুণীকে বাঁচানোর চেষ্টা করেনি জনতা!

Man Kills Ex Lover With Huge Spanner Near Mumbai

প্রতীকী ছবি।

Published by: Kishore Ghosh
  • Posted:June 18, 2024 8:38 pm
  • Updated:June 18, 2024 8:38 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের প্রকাশ্যে ‘প্রেমে’র বলি! ‘কেন করলে এরকম!’ বলতে বলতে ভিড় রাস্তায় লোহার ভারী রেঞ্জ দিয়ে মাথায় একটানা ১৫ বার আঘাত করে তরুণীকে খুন করলেন এক যুবক। চোখের সামনে নৃশংস হত্যাকাণ্ড দেখেও এগিয়ে এল না জনতা। পুরনো সম্পর্ক ছেড়ে নতুন সম্পর্কে জড়ানোর অভিযোগে ওই তরুণীকে শেষ করে দিলেন প্রেমিক! হত্যাকাণ্ডের সিসিটিভি ফুটেজ দেখে চমকে উঠছে জনতা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকাল সাড়ে আটটা নাগাদ মুম্বইয়ের কাছে ভাসাই-এর চিঞ্চপদা এলাকায় ওই হত্যাকাণ্ড ঘটে। খুন হয়েছেন আরতি যাদব। সকালে কর্মস্থলে যাওয়ার সময় তাঁর পথ আটকান রোহিত যাদব নামের অভিযুক্ত যুবক। অভিযোগ, ভিড় পথে তরুণীকে ধাওয়া করে মাথায় লোহার ভারী রেঞ্জ দিয়ে আঘাত করেন। তরুণী মাটিতে লুটিয়ে পড়তেই রেঞ্জ দিয়ে একটানা ১৫ বার আঘাত করেন রোহিত। এক ব্যক্তি ঘাতক যুবকের থেকে তরুণীকে রক্ষা করার চেষ্টা করলেও পেরে ওঠেননি। বাকিরা চোখের সামনে খুন হতে দেখলেও তা আটকানোর কোনও চেষ্টা করেননি।

Advertisement

 

[আরও পড়ুন; কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনার দায় কার? মালগাড়ির মৃত চালকের বিরুদ্ধেই FIR]

এই ভয়াবহ ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। সেখানে দেখা গিয়েছে, তরুণীর রক্তাক্ত দেহের উপরে বসে রোহিত। হাতে লোহার বড়সড় রেঞ্জ। তরুণীর থেতলে যাওয়া মুখের দিকে তাকিয়ে রোহিত বিড় বিড় করেন, “কেন আমার সঙ্গে এমন করলে? কেন করলে?” এর পর আরও একবার তরুণীর মাথায় আঘাত করেন রোহিত। এর পর রেঞ্জটিকে রাস্তার এক পাশে ছুড়ে ফেলে হাঁটতে হাঁটতে ভিড়ের মধ্যে মিশে যান।

 

[আরও পড়ুন: দুর্গাপুরে ডাক-কর্মীকে মাঝরাস্তা থেকে অপরহণের চেষ্টা! কাঠগড়ায় যোগীরাজ্যের পুলিশ]

পুলিশ জানিয়েছে, রোহিত যাদবকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে খুনের মামলা করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, সম্প্রতি আরতি সম্পর্ক ছিন্ন করার পর রোহিতের সন্দেহ হয় অন্য যুবকের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন প্রেমিকা। এই আক্রোশেই নির্মম হত্যাকাণ্ড চালান রোহিত।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement