Advertisement
Advertisement

ইনস্টাগ্রামে ফলোয়ার নিয়ে বচসা, দুই সন্তানের সামনেই স্ত্রীকে খুন করল উত্তরপ্রদেশের ব্যক্তি!

ইনস্টাগ্রামে স্ত্রীর ফলোয়ারের সংখ্যা নিয়ে অসন্তোষ ছিল অভিযুক্তের।

Man killed wife over Instagram followers in front of kids | Sangbad Pratidin

প্রতীকী ছবি।

Published by: Anwesha Adhikary
  • Posted:August 14, 2023 2:43 pm
  • Updated:August 14, 2023 2:43 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইনস্টাগ্রামে (Instagram) স্ত্রীর প্রচুর ফলোয়ার। সেই রাগেই সন্তানদের সামনে স্ত্রীকে শ্বাসরোধ খুন করলেন লখনউয়ের (Lucknow) এক ব্যক্তি। জানা গিয়েছে, রবিবার ভোর পাঁচটা নাগাদ হাইওয়েতে গাড়ির মধ্যেই খুন করেছেন তিনি। খুনের পর সন্তানদের গাড়িতে আটকে রেখেছিলেন অভিযুক্ত। আপাতত অভিযুক্তকে গ্রেপ্তার করেছে উত্তরপ্রদেশ (Uttar Pradesh) পুলিশ। গোটা ঘটনার বর্ণনা দিয়েছে নিহত মহিলার কন্যা।

অভিযুক্ত বা তাঁর স্ত্রীর পরিচয় এখনও জানা যায়নি। প্রাথমিকভাবে জানা গিয়েছে, অভিযুক্তের বয়স ৩৭ বছর। গত ১৫ বছর ধরে স্ত্রীর সঙ্গে সংসার করছেন তিনি। সাড়ে ১২ বছর বয়সি কন্যা ও পাঁচ বছরের পুত্র রয়েছে ওই দম্পতির। লখনউয়ের বাসিন্দা অভিযুক্তের একটি পর্যটন সংস্থা রয়েছে। তাঁর স্ত্রী গৃহবধূ। তবে ইনস্টাগ্রামে বেশ সক্রিয় ছিলেন দুই সন্তানের মা। তাঁর ফলোয়ারের তালিকাও বেশ বড় ছিল। তবে ইনস্টাগ্রাম থেকে নিজের স্বামীকে ব্লক করে দিয়েছিলেন। 

Advertisement

[আরও পড়ুন: এবার তেরঙ্গা উত্তোলন, ‘পাক বধূ’ সীমার মুখে ‘পাকিস্তান মুর্দাবাদ’, ‘হিন্দুস্তান জিন্দাবাদ’ স্লোগান]

এই বিষয় নিয়েই দম্পতির মধ্যে ঝামেলার সূত্রপাত। অভিযুক্তের সন্দেহ ছিল, তাঁর অনুপস্থিতিতে স্ত্রীর সঙ্গে দেখা করতে আসতেন তাঁর ইনস্টাগ্রাম ফলোয়াররা। তা নিয়ে একাধিকবার বচসা হয়েছে দম্পতির মধ্যে। এহেন পরিস্থিতিতে রবিবার সপরিবারে গাড়িতে চেপে বেড়াতে বেরন অভিযুক্ত। ভোর পাঁচটা নাগাদ গাড়ি নিয়ে হাইওয়েতে পৌঁছন তিনি। চলন্ত গাড়ির মধ্যে সন্তানদের সামনেই ফের ইনস্টাগ্রাম ফলোয়ার নিয়ে বচসা শুরু হয় দম্পতির মধ্যে।

জানা গিয়েছে, সুলতানপুর এলাকায় গাড়ি পৌঁছনোর পরেই দু’জনের ঝামেলা চরমে ওঠে। রাগের মাথায় চলন্ত গাড়ির মধ্যেই স্ত্রীকে শ্বাসরোধ করে অভিযুক্ত। গাড়িতে বসেই চোখের সামনে মা’কে খুন হতে দেখে দুই নাবালক। স্ত্রীকে খুনের পর গাড়ির দরজা লক করে হাইওয়েতেই বসেছিলেন অভিযুক্ত। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। নাবালিকা কন্যার বয়ানের ভিত্তিতে অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। 

[আরও পড়ুন: কাল লালকেল্লায় মোদির ভাষণে কি উত্তর-পূর্বে গুরুত্ব, নজর দেশবাসীর]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement