Advertisement
Advertisement

Breaking News

Gujarat

লাউডস্পিকার বাজানোর জের, গুজরাটের মন্দিরে গণপিটুনিতে প্রাণ গেল ব্যক্তির!

ঘটনায় ছ'জনকে গ্রেপ্তার করা হয়েছে।

Man killed for playing loudspeaker in Gujarat's temple | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:May 6, 2022 5:47 pm
  • Updated:May 6, 2022 6:36 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ধর্মস্থানে লাউডস্পিকার বাজানো নিয়ে সম্প্রতি সরগরম হয়েছে দেশের রাজ্য-রাজনীতি। এরই মধ্যে এবার গুজরাটের এক মন্দিরে লাউডস্পিকার ব্যবহারের ‘অপরাধে’ খুন হলেন ৪০ বছরের এক ব্যক্তি। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ৬ জনকে।

পুলিশ সূত্রে খবর, গুজরাটের (Gujarat) মেহসানার একটি প্রত্যন্ত গ্রামের মন্দিরে ঘটে এই নৃশংস ঘটনা। গত বুধবার সন্ধে ৭টা নাগাদ আরতির জন্য লাউডস্পিকার ব্যবহার করছিলেন যশবন্তজি ঠাকর নামের বছর চল্লিশের এক ব্যক্তি। অভিযোগ, তাঁরই সম্প্রদায়ের কয়েকজন যুবক এসে লাউডস্পিকার বন্ধ করতে বলে। কিন্তু যশবন্তজি তাতে রাজি হননি। তিনি জানান, আরতির সময় লাউডস্পিকার চলবে। এই নিয়েই দু’পক্ষের মধ্যে শুরু হয় বচসা। যা গড়ায় হাতাহাতিতে। সেই সময়ই যশবন্তজিকে বেধড়ক মারধর করা হয়। তাতেই প্রাণ হারান বলে অভিযোগ।

Advertisement

[আরও পড়ুন: ‘ভুয়ো’ ঋণের ফাঁদ! শোধ না করায় ছড়ানো হল বিকৃত নগ্ন ছবি, অবসাদে আত্মঘাতী যুবক]

বচসার সময় সেখানে ছিলেন যশবন্তজির ভাই অজিতও। তিনিই পুলিশকে গোটা ঘটনার কথা জানান। অজিতের কথায়, সেই সময় সাদাজি ঠাকর নামের এক ব্যক্তি সেখানে এসে লাউডস্পিকার (Loudspeaker Row) বন্ধ করতে বলেন। তাঁর সঙ্গে ছিল আরও চার-পাঁচজন। যশবন্তজি লাউডস্পিকার বন্ধ করতে রাজি না হতেই উত্তপ্ত হয়ে ওঠে পরিবেশ। অজিতের অভিযোগ, লাঠি দিয়ে তাঁর দাদাকে মারতে থাকেন সাদাজি ও তাঁর দলের লোকেরা। ঘটনায় গুরুতর চোট পান যশবন্তজি ও অজিত। এরপর স্থানীয়রা এসে দু’জনকে হাসপাতালে নিয়ে যান। সেখানে আর চিকিৎসায় সাড়া দেননি যশবন্তজি। পুলিশ জানিয়েছে, ঘটনায় ছ’জন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য, গত মাসে ধর্মীয় স্থানে লাউডস্পিকার ব্যবহার নিয়ে উত্তপ্ত হয়েছিল মহারাষ্ট্র। এমএনএস প্রধান বলেছিলেন, মসজিদ থেকে লাউডস্পিকার সরানো না হলে নমাজের সময় পালটা লাউডস্পিকারে হনুমান চালিশা পড়া হবে। সেই সব বিতর্কের মাঝেই এবার বিজেপি শাসিত রাজ্যে লাউডস্পিকার ব্যবহার করে প্রাণ গেল ব্যক্তির।

[আরও পড়ুন: চিনে ফের ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ, পিছিয়ে গেল এশিয়ান গেমস]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement