Advertisement
Advertisement
Madhya Pradesh

‘খুন করিনি’, স্ত্রীর মৃতদেহ ফ্রিজে ভরে রেখে জানালেন স্বামী, তাজ্জব পুলিশ!

কী ব্যাখ্যা অভিযুক্ত স্বামীর?

Man in Madhya Pradesh kept wife's body in freezer | Sangbad Pratidin

ছবি: প্রতীকী

Published by: Sulaya Singha
  • Posted:July 3, 2023 4:33 pm
  • Updated:July 3, 2023 4:33 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মৃত্যু হয়েছে স্ত্রীর। মৃত্যুর পর তাঁর দেহ বাড়ির ফ্রিজে ভরে দিলেন স্বামী! আর এতেই ওই ব্যক্তির উপর ক্ষোভ উগরে দিয়েছে গৃহবধূর পরিবার। তাঁদের অভিযোগ, ওই ব্যক্তির তাঁদের বাড়ির মেয়েকে খুন করে ফ্রিজে ভরেছেন। যদিও স্ত্রীর দেহ ফ্রিজে রাখা নিয়ে একেবারে উলটোই ব্যাখ্যা স্বামীর।

ঘটনা মধ্য়প্রদেশের (Madhya Pradesh) রেওয়া জেলার। রবিবার ওই মহিলার দেহ ফ্রিজ থেকে উদ্ধার করে পুলিশ। পুলিশের জিজ্ঞাসাবাদে মৃতার স্বামী ভরত মিশ্র জানিয়েছেন, তিনি স্ত্রীকে খুন করেননি। গত শুক্রবার তাঁর স্ত্রী জন্ডিসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন। কিন্তু তাঁদের ছেলে মুম্বইয়ে থাকেন। ফলে তাঁর আসা পর্যন্ত মৃতদেহ বাইরে ফেলে রাখলে পচন ধরতে পারত। তাই ছেলে এসে যাতে মায়ের শেষকৃত্য সম্পন্ন করতে পারে, তার জন্যই ফ্রিজে স্ত্রীর দেহ রেখে দিয়েছিলেন তিনি।

Advertisement

[আরও পড়ুন: পঞ্চায়েতে অনুব্রতকে আটকাতেই গ্রেপ্তারি! বীরভূমের ভারচুয়াল সভায় কেন্দ্রকে তোপ মমতার]

যদিও ভরত মিশ্রর এহেন দাবি মানতে রাজি নন মৃতার বাপের বাড়ি। ওই পরিবারের অভিযোগ, মহিলার যে মৃত্যু হয়েছে, সে খবর কাউকে দেননি ভরত। যদি স্বাভাবিক মৃত্যুই হবে, তাহলে কেন সে কথা লুকিয়ে রাখবেন তিনি? শুধু তাই নয়, বাড়ির লোকের দাবি, মাঝেমধ্যেই নিজের স্ত্রীকে মারধর করতেন ভরত। আর কারণেই তাঁদের অনুমান, স্ত্রীকে খুন করে প্রমাণ লোপাট করতেই তাঁকে ফ্রিজে রেখে দেওয়া হয়েছিল।

ইতিমধ্যেই ভরতের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে মৃতার পরিবার। পুলিশ জানিয়েছে, দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। সেই রিপোর্ট এলেই মৃত্যুর কারণ অনেকখানি পরিষ্কার হবে।

[আরও পড়ুন: মহা-রাজনীতির প্রভাব? বেঙ্গালুরুতে বিরোধী বৈঠকের দিন ঘোষণা কংগ্রেসের, আমন্ত্রণ সব বিরোধী দলকে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement