Advertisement
Advertisement

Breaking News

Madhya Pradesh

যুবককে অর্ধনগ্ন করে মার, মুখে জুতো নিতে বলার ভিডিও ভাইরাল! মধ্যপ্রদেশে গ্রেপ্তার ৩

ভিডিওতে দেখা গিয়েছে, তাঁকে যাতে ছেড়ে দেওয়া হয়, সেই কাতর আর্তিও জানাচ্ছেন যুবক।

Man in Madhya Pradesh Forced To Lift Shoe With Mouth, Punched | Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Sulaya Singha
  • Posted:July 24, 2023 5:00 pm
  • Updated:July 24, 2023 5:00 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের অমানবিকতার ঘটনা উঠে এল শিরোনামে। এবারও ঘটনা মধ্যপ্রদেশের। যা রাজ্যে এক আদিবাসীর মুখে প্রস্রাব করার ভিডিও নিয়ে উত্তাল হয়েছিল গোটা দেশ। এবার এক যুবকের হাত বেঁধে, তাঁকে অর্ধনগ্ন করে মারধর করানোর ভিডিও ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়। এমনকী তাঁকে মুখে করে জুতোও তুলতে বলা হয় বলে অভিযোগ। ঘটনায় এখনও পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে বিজেপিশাসিত মধ্যপ্রদেশের (Madhya Pradesh) রেওয়া জেলায়। সোশ্যাল মিডিয়ায় যে ভিডিওটি ছড়িয়ে পড়েছে, সেখানে দেখা যাচ্ছে, ৩৪ বছরের এক যুবকের হাত দুটি পিছনে বেঁধে রাখা। তাঁকে যাতে ছেড়ে দেওয়া হয়, সেই কাতর আর্তি জানাচ্ছেন তিনি। কিন্তু সেই আরজিতে সাড়া না দিয়ে উঠলে তাঁর পোশাক ছিঁড়ে অর্ধনগ্ন করে মারধর করা হচ্ছে। এমনকী তাঁকে মুখে করে জুতোও তুলতে বলা হয়। যদিও ভিডিওটি দু’বছরের পুরনো বলে খবর। ২০২১ সালের মে মাসে পিপরাহি গ্রামে এই ঘটনাটি ঘটেছিল।

Advertisement

[আরও পড়ুন: অভিষেকের ‘বাড়ি ঘেরাও’ কর্মসূচির প্রতিবাদে হাই কোর্টে BJP, খারিজ দ্রুত শুনানির আরজি]

সেই ভিডিওর ভিত্তিতেই সোমবার তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তদন্তে নেমে প্রাথমিক ভাবে পুলিশ জানতে পেরেছে, জমিবিবাদের জেরেই ওই যুবকের উপর এমন অমানবিক অত্যাচার করছিলেন অভিযুক্ত জওহর সিং (৫৫) এবং তাঁর দুই সঙ্গী। পুলিশ আরও জানিয়েছে, উঁচুজাতের যুবকের উপর আদিবাসী সম্প্রদায়ের জওহর এহেন অত্যাচার করেছেন। অভিযুক্তকে জেরায় জানা গিয়েছে, নির্যাতিতকে অপহরণ করে নিয়ে এসে এই কাণ্ড ঘটান জওহর।

তিন অভিযুক্তর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। তাঁদের এদিন আদালতে তোলা হলে বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।

[আরও পড়ুন: বিনিয়োগের টোপ দিয়ে জাতীয় নিপারত্তায় সিঁধ! বেজিংয়ের চাল ভেস্তে দিল দিল্লি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement