Advertisement
Advertisement

Breaking News

Ghaziabad

স্ত্রীকে খুন করে দেহের সঙ্গে ৪ দিন বসবাস! তার পর এই কাণ্ড ঘটালেন প্রৌঢ়

ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

Man in Ghaziabad Kills Wife, spends Body For 4 Days

স্ত্রীকে খুন করার অভিযোগ ব্যক্তির বিরুদ্ধে

Published by: Sulaya Singha
  • Posted:March 3, 2024 5:50 pm
  • Updated:March 3, 2024 5:50 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্ত্রীকে খুন করে টানা চারদিন দেহের পাশে ঠাঁই বসে রইলেন ৫৫ বছরের প্রৌঢ়। এর পর দুর্গন্ধ বেরতে শুরু করলে নিজেই আর থাকতে না পেরে বাড়ির বাইরে বেরিয়ে আসেন। চিৎকার করতে থাকেন, “আমি স্ত্রীকে খুন করেছি।” এমনকী প্রতিবেশীদের পুলিশ ডাকতেও বলেন তিনি!

চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের গাজিয়াবাদে। সেখানে স্ত্রী সুনিতার সঙ্গে একটি হাউসিং কলোনিতে ভাড়া থাকতেন ভারত সিং। সিনিয়র পুলিশ আধিকারিক নরেশ কুমার জানান, শনিবার ভারত সিংয়ের প্রতিবেশীরাই ফোন করে খবর দেন পুলিশকে। ঘটনাস্থলে পৌঁছে ওই ফ্ল্যাট থেকে বছর একান্নর সুনিতাদেবীর দেহ উদ্ধার করা হয়। মরদেহের অবস্থা দেখে পুলিশের প্রাথমিক ধারণা, অন্তত তিনদিন আগে ওই মহিলাকে খুন করা হয়েছে। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তকে।

Advertisement

[আরও পড়ুন: ‘ডার্লিং’ শব্দ যৌন ইঙ্গিতমূলক, অচেনা মহিলাকে বলা অপমানজনক, পর্যবেক্ষণ হাই কোর্টের]

পুলিশ আরও জানায়, জেরায় অভিযুক্ত স্বীকার করেছেন যে স্ত্রীর সঙ্গে পারিবারিক বিবাদে জড়িয়েছিলেন তিনি। তার পরই মেজাজ হারিয়ে ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে খুন করেন ভারত। কিন্তু খুনের পর কী করবেন, বুঝে উঠতে পারছিলেন না। তাই ৪দিন দেহের পাশে বসেই কাটিয়ে দেন। এর পর বেরিয়ে এসে প্রতিবেশীদের খবর দেন। ইতিমধ্যেই সুনীতাদেবীর পরিবারকে খবর দেওয়া হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় পুলিশ।

এই ভয়ংকর কাণ্ড নিয়ে এক প্রতিবেশী জানান, তিন-চারদিন ভারত সিংকে দেখা যায়নি। তার পরই শনিবার বাড়ির বাইরে বসে তাঁকে বলতে শোনা যায়, “আমি আমার স্ত্রীকে খুন করেছি। দয়া করে আমায় গ্রেপ্তার করা হোক।” সেই কারণেই পুলিশকে খবর দেওয়া হয়।

[আরও পড়ুন: বাসর রাতে কাঞ্চন বললেন, ‘মুড এসে গেছে’, নতুন বউ শ্রীময়ীকে জড়িয়ে ধরলেন বুকে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement