সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিনেমার চিত্রনাট্যকেও হার মানাবে এই মর্মান্তিক ঘটনা। মাদকাসক্ত স্বামীর উপরে রাগ করে রেললাইনে আত্মহত্যা করতে গিয়েছিলেন তরুণী। বিষয়টি বোঝমাত্র পিছু নেন স্বামী। স্ত্রীর মান ভাঙাতে রেললাইনে দাঁড়িয়ে আলিঙ্গন করেন যুবক। এর পরেও তাঁদের আরও সংসারে ফেরা হল না। ট্রেনের ধাক্কায় মৃত্যু হল যুগলের।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বারাণসীর পঞ্চকোশী রেলওয়ে ক্রসিংয়ে। মৃত্যু হয়েছে গোবিন্দ সোনকর (৩০) এবং তাঁর স্ত্রী খুশবু সোনকরের (২৮)। গোবিন্দ-খুশবুর সুখের সংসারে সতিন হয়ে উঠেছিল গোবিন্দের নিয়মিত মদ্যপানের অভ্যাস। দম্পতির তিন সন্তান রয়েছে। যদিও মদ্যপান নিয়ে মাঝেমাঝেই অশান্তি হত উভয়ের মধ্যে। গত বুধবার রাতেও মদ খেয়ে বাড়িতে ঢোকেন গোবিন্দ। স্বামীকে মত্ত অবস্থায় দেখে মেজাজ হারান খুশবু।
এই নিয়ে একপ্রস্থ ঝগড়ার পর আত্মহত্যা করতে রেললাইনের দিকে হাঁটা দেন খুশবু। পিছু নেন স্বামী গোবিন্দ। ভালবেসে আলিঙ্গন করেন স্ত্রীকে। আবেগঘন সেই মুহূর্তেই তীব্র গতিতে ধেয়ে আসে একটি ট্রেন। সেই ট্রেনের ধাক্কাতেই পঞ্চকোশী রেলওয়ে ক্রসিংয়ে মৃত্যু হয়েছে যুগলের। ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকায়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.