Advertisement
Advertisement

বিমানের মধ্যে সেবিকার শ্লীলতাহানি, গ্রেপ্তার পুণের ব্যবসায়ী

দোষ প্রমাণিত হলে কড়া শাস্তির আরজি।

Man held for assaulting Vistara airhostess on Delhi flight
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 28, 2018 5:09 pm
  • Updated:July 17, 2019 2:32 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিমানযাত্রা মাঝেমধ্যেই বিভীষিকা হয়ে ওঠে যাত্রীদের কাছে। এমন উদাহরণ ভারতবর্ষে অন্তত কম নেই। কিছুদিন আগেও যাত্রীকে বেধড়ক মারতে দেখা গিয়েছিল এক বিমানকর্মীকে। কিন্তু দোষ যে সবসময় এক পক্ষেরই হয় তা তো নয়! বিমানকর্মীদেরও হেনস্তার শিকার হতে হয়। সহ্যের শেষ সীমা পর্যন্ত তা হয়তো মেনেও নেন অনেক বিমানকর্মী। তবে তা পেরিয়ে গেলে প্রতিবাদ জানাতেই হয়। তেমনই করলেন এয়ার ভিস্তারার এক বিমানসেবিকা। যাত্রীর বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ আনলেন তিনি। অভিযুক্ত যাত্রীকে গ্রেপ্তারও করা হয়েছে।

[সাধারণ মানুষকে স্বস্তি দিয়ে আধার-প্যান লিংকের মেয়াদ বাড়ল]

Advertisement

ঘটনাটি ঘটে দিল্লি বিমানবন্দরে। জানা গিয়েছে লখনউ থেকে রাজধানী আসছিল এয়ার ভিস্তারার ওই ফ্লাইটটি। যাতে সওয়ার ছিল পুণের ব্যবসায়ী রাজীব বসন্ত দানি। অভিযোগ, বিমান অবতরণের পর যখন যাত্রীরা বাইরে বের হচ্ছিলেন। সেই সুযোগ নিয়েই বিমানসেবিকার সঙ্গে অশালীন আচরণ করে ওই ব্যবসায়ী। সঙ্গে সঙ্গে বিষয়টি নিরাপত্তারক্ষীদের জানান বিমানসেবিকা। তাঁর অভিযোগের ভিত্তিতেই টার্মিনাল থ্রি থেকে গ্রেপ্তার করা হয় ওই ব্যবসায়ীকে।

[কর ফাঁকির অভিযোগে Cognizant-এর ব্যাংক অ্যাকাউন্ট ‘ফ্রিজ’ করল আয়কর বিভাগ]

খবরের সত্যতা স্বীকার করে নেন এয়ার ভিস্তারার এক কর্মী। তিনি জানান, বিমান সংস্থার প্রত্যেক কর্মী মর্যাদা-সহ নিজের কাজ করেন। যাত্রীসুরক্ষা বজায় রাখাই কর্মীদের প্রধান দায়িত্ব। এই দায়িত্ব তাঁরা দক্ষতার সঙ্গেই পালন করেন। কিন্তু ভাল ব্যবহারের বদলে কেউ যদি শালীনতার মাত্রা ছাড়ায় তা কোনওভাবেই বরদাস্ত করা হবে না। দোষ প্রমাণিত হলে উপযুক্ত শাস্তির আরজি জানানো হবে। অভিযুক্ত রাজীবকে ৩৫৪এ ধারায় শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। দোষ প্রমাণিত হলে অন্তত তিন বছরের জেল হতে পারে তার। একইসঙ্গে বেশ ভাল পরিমাণ আর্থিক জরিমানা হতে পারে ওই ব্যবসায়ীর।

[ব্রহ্মপুত্রের গতিপথ পালটে দিয়েছে চিন, বিস্ফোরক দাবি অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রীর]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement