Advertisement
Advertisement

Breaking News

দাহ করার আগে মৃত মেয়ের শেষ ইচ্ছে পূরণ করলেন বাবা

সেই দৃশ্য দেখে চোখের জল বাঁধ মানেনি উপস্থিত গ্রামবাসীর৷

Man fulfils daughter's last wishes
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 28, 2016 5:09 pm
  • Updated:December 28, 2016 5:09 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন শার্ট পরে মেয়ের জন্য অপেক্ষা করছিলেন বাবা৷ মেয়ে এভাবেই বাবাকে দেখতে পছন্দ করত৷ তাই এই নতুন শার্ট৷ মেয়ে এল বটে, কিন্তু চিরনিদ্রায় শুয়ে৷ কিন্তু মৃত মেয়ের শেষ ইচ্ছে পূরণ করেই তাকে বিদায় জানালেন করলেন অনিল কুমার৷ সেই দৃশ্য দেখে চোখের জল বাঁধ মানেনি উপস্থিত গ্রামবাসীর৷

ডিসেম্বরের ১৬ তারিখ ট্রাকের ধাক্কায় গুরুতর জখম হয় দ্বাদশ শ্রেণির ছাত্রী আনাঘা৷ বেশ কয়েকদিন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে কিশোরী৷ মেয়েকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেন সাধারণ চাকুরিজীবী অনিল৷ গ্রামবাসীরা চাঁদা তুলে তাঁকে ১০ লক্ষ টাকা তুলেও দিয়েছিলেন৷ কিন্তু শেষ রক্ষা হল না৷ বড়দিনের আগের দিনই মৃত্যু হয় কিশোরীর৷

Advertisement

মেয়ের মৃত্যুর শোকেও তাঁকে দেওয়া শেষ কথাটি ভোলেননি অনিল৷ আনাঘার একটি প্রিয় নূপুর ছিল৷ অনিলই দিয়েছিলেন তাকে৷ কিন্তু কিছুদিন আগে তা বন্ধক রাখতে হয় কোনও কারণে৷ আনাঘা খুব দুঃখ পেয়েছিল সেই ঘটনায়৷ মেয়েকে অনিল কথা দিয়েছিলেন৷ বড়দিনের আগেই তার নূপুর ফিরিয়ে দেবেন৷ সেই কথা রাখলেন কেরলের বাসিন্দা৷ মেয়ের শেষকৃত্যের আগে নিজের হাতে মেয়ের পায়ে পড়িয়ে দিলেন তার পছন্দের নূপুরটি৷ তারপরই দাহ করা হল আনাঘার দেহ৷ প্রায় গোটা গ্রাম শামিল হয়েছিল আনাঘার শেষকৃত্যে৷ সেই দৃশ্য দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন সকলেই৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement