Advertisement
Advertisement

বিমানসেবিকার সঙ্গে সেলফির আবদার, ধৃত যাত্রী

আজব আবদার!

Man forces air hostess for selfie, arrested
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 28, 2016 7:43 pm
  • Updated:October 27, 2018 5:23 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আজব আবদার! বিমানসেবিকার সঙ্গে সেলফি তুলনে চায় যাত্রী| শুধুই কী সেলফিই তুলতেই চেয়েছিল সে? না৷ শুধুমাত্র চাওয়া বললে ভুল বলা হবে৷ বিমানযাত্রায় সেবিকার পিছনে একপ্রকার ধাওয়া করে, বারংবার ঝোলাঝুলি করতে থাকে সেই যাত্রী৷ গোটা যাত্রায় সেবিকার যন্ত্রণার কারণ হয়ে দাঁড়ায় সে৷ বিমানসেবিকা নিজের জায়গায় গিয়ে বসতেও পারছিলেন না সেই যাত্রীর কারণে৷ শেষমেশ সমস্ত ভদ্রতার সীমা লঙ্ঘন করে সেবিকাকে স্পর্শ করে সেই যাত্রী৷ আর এতকিছু করেও তার আবদার একটাই, ‘চল না একটা সেলফি তুলি’!

এমন ঘটনাই ঘটল জেট এয়ারওয়েজের দমন থেকে মুম্বইগামী ফ্লাইটে৷ গুজরাতের আবুবকর নাম এক ব্যক্তি ক্রমাগত বিমান সেবিকাকে সেলফি তুলতে চেয়ে বিরক্ত করে যান৷ গোটা ব্যাপারটিকে প্রথমে ঠাণ্ডা মাথায় সামলে নিতে চেয়েছিলেন সেবিকা৷ কিন্তু পরে অবস্থা এতটাই কঠিন হয়ে পড়ে যে তিনি চিৎকার করে লোক ডাকতে বাধ্য হন৷ তাঁর ডাক শুনে ক্রু মেম্বাররা ছুটে আসেন৷ কিন্তু ক্রু মেম্বারদের আসতে দেখে আবুবকর বিমানের টয়লেটে ঢুকে পরে৷ সেখানেই সে ধূমপান করে বলে ক্রু মেম্বারদের অভিযোগ৷
এরপর সে টয়লেট থেকে বেরিয়ে আসলে তার থেকে সিগারেট এবং লাইটার বাজেয়াপ্ত করে বিমান কর্তৃপক্ষ৷
গোটা ঘটনার লিখিত অভিযোগ জানানো হয় বিমান কর্তৃপক্ষর তরফে৷ এরপর বিমান মুম্বই পৌঁছলে তাকে গ্রেফতার করে পুলিশ৷ ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ এবং ৩৩৬ ধারায় তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে৷
যদিও আবুবকরের দাবি কেবল মজার জন্যই নাকি সেলফি তুলতে চাইছিল সে৷ কিন্তু বিমানে ধূমপান করে বহু যাত্রীদের জীবন সে ঝুঁকির মধ্যে ফেলেছিল সে৷ সেই জন্যই তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে প্রশাসন৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement