সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্ববিদ্যালয়ের হস্টেলেও নিরাপদ নয় ছাত্রীরা? চেন্নাইয়ের এসআরএম বিশ্ববিদ্যালয়ের নক্ক্যারজনক ঘটনা এবার সে প্রশ্নই তুলে দিল। এক ছাত্রীর সামনেই সাফাইকর্মীর হস্তমৈথুনের ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাতে উত্তাল হয় বিশ্ববিদ্যালয় চত্বর। শুক্রবার এই ঘটনায় গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে। পাশাপাশি হস্টেলের ওয়ার্ডেনকে সাসপেন্ড করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
The accused has been apprehended ( image below ), but we are still unsure of what steps will #SRMUniversity take. The Vice-Chancellor earlier stated that the girls were making a too big issue out of this, nearly no support from the college side has been provided to the students. pic.twitter.com/0oMMXxdIJw
— Justice for Women! (@JusticeforWome3) November 23, 2018
অভিযোগ, মহিলা হস্টেলের লিফটের মধ্যেই এক ছাত্রীকে দেখে স্বমেহনে লিপ্ত হয় এক সাফাইকর্মী। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে গিয়ে ঘটনাটি জানান তিনি। এরপরই উত্তাল হয়ে ওঠে প্রতিষ্ঠান চত্বর। এমন জঘন্য ঘটনার প্রতিবাদে নামেন পড়ুয়ারা। বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে জড়ো হয়ে লাগাতার বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। মহিলা হস্টেলে এ ধরনের ঘটনা কীভাবে ঘটতে পারে, সে প্রশ্নই তোলা হয়। প্রতিবাদে শামিল সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের তৃতীয় বর্ষের এক ছাত্র জানান, গতকাল দুপুর ৩টের ঘটনা। হস্টেলের ছ’তলায় নিজের ঘরে যাওয়ার জন্য লিফটে ওঠেন দ্বিতীয় বর্ষের এক ছাত্রী। সেই সময়ই লিফটে উপস্থিত ছিল এক সাফাইকর্মী। অভিযোগ, ছাত্রীকে দেখামাত্র সেখানেই স্বমেহন করতে থাকে সে। লিফট থামিয়ে সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করেন ছাত্রী। কিন্তু তাঁর পথ আটকে দেয় অভিযুক্ত। শেষে চারতলায় লিফট দাঁড়ালে চিৎকার করে সেখান থেকে বেরিয়ে আসেন ছাত্রী। সাহায্যের আরজি জানাতে থাকেন।
যৌন হেনস্তার শিকার ওই ছাত্রীর অভিযোগ, লিফটের সিসিটিভি ফুটেজে গোটা ঘটনা ধরা পড়েছে। কিন্তু হস্টেলের ওয়ার্ডেন সেই ফুটেজ দিতে অনেক সময় নেয়। পাশাপাশি তাঁর অভিযোগ শুনতেও প্রায় দু’ঘণ্টা দেরি করে সে। এমনকী এই ঘটনার জন্য ওই ছাত্রীকেই কাঠগড়ায় তোলে ওয়ার্ডেন। বলে, ওই ছাত্রী সভ্য পোশাকে ছিলেন না। তাই এই ঘটনা।
এদিকে বিক্ষোভকারীদের অভিযোগ, উপাচার্য সন্দীপ সঞ্চেতি সব শুনে বলেন, অকারণে ছোট ঘটনাকে বড় করে ব্যাখ্যা করছেন ওই ছাত্রী। যদিও এমন অভিযোগ অস্বীকার করেন তিনি। জানান, বিষয়টির সত্যতা খতিয়ে দেখা হবে। ভিসির আশ্বাস পাওয়ার পর থামে বিক্ষোভ। তারপরই পুলিশে খবর দেওয়া হয়। অবশেষে শুক্রবার অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। পাশাপাশি সাসপেন্ড করা হয়েছে ওয়ার্ডেনকে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.