Advertisement
Advertisement

বাসে ছাত্রীকে লক্ষ্য করে হস্তমৈথুন যুবকের, ভিডিও নিয়ে থানায় যুবতী

দেখুন সেই ভিডিও।

Man flashes in Delhi bus, DU student approaches police
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:February 12, 2018 5:35 pm
  • Updated:February 12, 2018 5:35 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজধানী দিল্লিতে কি মহিলাদের কোনও নিরাপত্তা আছে? এ প্রশ্ন বোধহয় অবান্তর। বরং রাজধানীতে প্রকাশ্যে মহিলাদের অপমানিত বা হেনস্তা হওয়াটা যেন প্রতিদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এবার বাসে এক ২৩ বছরের তরুণীর পাশে বাসে হস্তমৈথুন করাই শুধু নয়, এক ব্যক্তি শ্লীলতাহানির চেষ্টা করেছে বলেও অভিযোগ উঠল। ঘটনার পর, ভিডিও ফুটেজ নিয়ে থানায় হাজির হন নির্যাতিতা ওই তরুণী। তাঁর অভিযোগ, বাসের অন্য যাত্রীরা কেউই কোনও প্রতিবাদ করেননি। ওই তরুণীর অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে দিল্লির বসন্ত বিহার থানার পুলিশ। পাঁচ দিন কেটে গেলেও, এখনও অধরা অভিযুক্ত। ঘটনার ভিডিওটি টুইটারেও পোস্ট করেছেন ওই যুবতী।

[চলন্ত ট্রেনে তরুণীর সামনেই হস্তমৈথুন, অভিযোগে হেসেই খুন পুলিশ]

Advertisement

দক্ষিণ দিল্লিতে ভিড়ে ঠাসা বাসে হেনস্তার শিকার এক তরুণী। তিনি দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। গত বুধবার দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে বাসে বাড়ি ফিরছিলেন ওই যুবতী। তিনি জানিয়েছেন, ‘বাসে বসে বই পড়ছিলাম। আচমকাই সিটটা প্রচন্ড কাঁপতে শুরু করে। বুঝতে পারি, আমার পাশে বসা লোকটা কুকর্ম করছেন। কনুই দিয়ে আমরা কোমর স্পর্শ করার চেষ্টা করছিলেন তিনি। মোবাইলে গোটা ঘটনার ভিডিও করার পর, লোকটাকে আমি সতর্কও করেছিলাম। কিন্তু, কোনও লাভ হয়নি।’ এরপর ভিডিও ফুটেজ নিয়ে বসন্ত বিহার থানায় যান ওই ছাত্রী। অভিযুক্তের বিরুদ্ধে এফআইআরও করেছেন তিনি। কিন্তু, পাঁচদিন কেটে গেলেও, এখনও ওই ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তবে শুধু নিয়ম মেনে থানায় অভিযোগ দায়ের করেই ক্ষান্ত থাকেননি ওই যুবতী। ঘটনার পরের দিনই ভিডিও টুইটারে পোস্টও করে দেন তিনি। অভিযোগকারিণীর দাবি, ঘটনার সময়ে ওই বাসে প্রায় ৩০ জন যাত্রী ছিলেন। কিন্তু, কেউ কোনও প্রতিবাদ করেননি। এইরকম একটি কাণ্ড ঘটনার পরও কার্যত বিনা বাধায় বাস থেকে নেমেও যায় অভিযুক্ত। দক্ষিণ পশ্চিম দিল্লির অতিরিক্ত ডিসিপি মণিকা ভরদ্বাজ বলেন, ‘অভিযুক্তের ছবি পেয়েছি। তাকে শনাক্ত করার চেষ্টা চলছে।’

[মহা শিবরাত্রিতে জঙ্গি হানার শঙ্কা, ১২টি জ্যোতির্লিঙ্গকে ঘিরে চূড়ান্ত সতর্কতা]

কয়েক মাসে আগে মুম্বই লোকাল ট্রেনে একই অভিজ্ঞতা হয়েছিল এক মহিলা যাত্রীর। ট্রেনের কামরায় হস্তমৈথুন করার সময়ে এক ব্যক্তিকে ধরে ফেলেন তিনি। কিন্তু পুলিশে অভিযোগ জানানোর কথা বললে, ওই ব্যক্তি পালটা ধর্ষণের হুমকি দেয় বলে অভিযোগ।

দেখুন ভিডিও:

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement