সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক দিকে দেশ ভুগছে জঙ্গি হানায়। প্রাণ যাচ্ছে নিরপরাধদের। তারই মাঝে ভারত সরকারের কাছে দেশে অপ্রত্যাশিত আক্রমণ সংক্রান্ত একটি ছোট্ট জিজ্ঞাসা নতুন করে তোলপাড় ফেলল ইন্টারনেটে। তথ্য জানার অধিকার আইনে এক ভারতীয় জানতে চাইলেন, ‘জম্বি’রা যদি ভারত আক্রমণ করে, তা ঠেকানোর জন্য প্রশাসন তৈরি তো?
ভুল কিছু পড়েননি আপনি! অজয় কুমার নামে ওই ভারতীয় যুবকের চিন্তার কারণ থাকতেই পারে। কেন না জঙ্গিদের দমন করা গেলেও ‘জম্বি’দের হামলার প্রতিকার করা খুবই মুশকিলের ব্যাপার! জঙ্গিরা কাউকে আক্রমণ করলে সে জঙ্গি হয়ে যায় না, কিন্তু ‘জম্বি’রা কাউকে আঁচড়ে-কামড়ে দিলে সেও ‘জম্বি’ হয়ে যায়। ফলে, তাদের ঠেকিয়ে রাখা বেশ মুশকিলের!
অবশ্য উরি আক্রমণের প্রেক্ষিতে যে এই প্রশ্নটি উঠে আসেনি ভারত সরকারের দরবারে, সে কথা জানিয়ে রাখা ভাল। অজয় কুমার নামে ওই ব্যক্তি প্রশ্নটা করেছিলেন চলতি বছরের মার্চ মাসে। সম্প্রতি নতুন করে তাঁর পাঠানো আবেদনপত্রটি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। এবং শুরু হয়েছে হাসাহাসির পালা।
ভারত সরকার কিন্তু অজয় কুমারকে নিরাশ করেননি। তাঁর প্রশ্নের উত্তর দিয়েছেন। কী জবাব এসেছে, চোখ বুলিয়ে নিন সরাসরি!
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.