সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিজেকে আরব (UAE) রাজপরিবারের সদস্য হিসাবে পরিচয় দিয়েছিলেন। দিল্লির অভিজাত হোটেলে দিনের পর দিন এই পরিচয়েই গা ঢাকা দিয়েছিল এক ব্যক্তি। প্রায় চারমাস ওই হোটেলে থাকার পর চুপিসাড়ে পালিয়ে যায় সে। থাকার খরচ বাবদ ২৩ লক্ষ টাকা বকেয়া রয়েছে তার। পালিয়ে যাওয়ার বেশ কিছুদিন পরে দিল্লি পুলিশের (Delhi Police) কাছে অভিযোগ দায়ের করেছে হোটেল কর্তৃপক্ষ। তারপর থেকেই ওই ব্যক্তির সন্ধানে তল্লাশি চালাচ্ছে দিল্লি পুলিশ।
জানা গিয়েছে, ওই ব্যক্তির নাম মহম্মদ শরিফ। গত ১ আগস্ট দিল্লির (Delhi) লীলা প্যালেস হোটেলে এসেছিল সে। সেখানেই নিজেকে আরব আমিরশাহীর রাজপরিবারের সদস্য হিসাবে পরিচয় দেয়। হোটেল কর্মীদের প্রশ্নের উত্তরে শরিফ জানায়, দীর্ঘদিন ধরে শেখ ফালাহ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে কাজ করেছে। সেই সূত্রেই রাজপরিবারের অত্যন্ত ঘনিষ্ঠ সে। রাজপরিবারের কাজের সূত্রেই ভারতে আসতে হয়েছে বলেও জানায় শরিফ। হোটেল কর্তৃপক্ষকে আমিরশাহীর পরিচয়পত্রও দেখিয়েছিল সে।
যথাযথ পরিচয়পত্র দেখিয়েই লীলা প্যালেস হোটেলে থাকতে শুরু করে শরিফ। কর্মীদের সূত্রে জানা গিয়েছে, আরবের রাজকীয় জীবনযাত্রা নিয়ে হোটেলের সকলের সঙ্গে গল্প করত সে। আচমকা একদিন দেখা যায়, হোটেল থেকে উধাও হয়ে গিয়েছে শরিফ। হোটেল সূত্রে জানা গিয়েছে, পালানোর সময় একাধিক মূল্যবান জিনিস চুরি করে নিয়েছেন তিনি। সেই সঙ্গে হোটলের খরচ বাবদ তাঁর বকেয়া রয়েছে ২৩ লক্ষ টাকা। যদিও ২০ নভেম্বরের আগে হোটেল খরচের ১১ লক্ষ টাকা মিটিয়ে দিয়েছিলেন বলে শোনা যাচ্ছে।
২০ নভেম্বর থেকেই নিরুদ্দেশ শরিফ। অবশেষে শনিবার গোটা ঘটনা জানিয়ে দিল্লি পুলিশে অভিযোগ দায়ের করে লীলা প্যালেস হোটেল কর্তৃপক্ষ। তদন্তে নেমে পুলিশের অনুমান, হোটেলে জমা করা শরিফের যাবতীয় নথিপত্র ভুয়ো হতে পারে। অভিযুক্ত শরিফের খোঁজে গোটা দিল্লি শহরের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। পরিচয় গোপন করে কোনও ব্যক্তি ওই হোটেলে লুকিয়ে ছিল কিনা, সেই সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.