Advertisement
Advertisement

Breaking News

Rahul Gandhi

মোদির পরে রাহুল, ভারত জোড়ো যাত্রায় কংগ্রেস নেতার নিরাপত্তা বলয় ভেঙে ঢুকল যুবক

মিছিলে ঢুকেই রাহুলকে জড়িয়ে ধরেন ওই ব্যক্তি।

Man entered, hugs Rahul Gandhi in Bharat Jodo Yatra | Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Anwesha Adhikary
  • Posted:January 17, 2023 11:54 am
  • Updated:January 18, 2023 1:18 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রীর পর এবার রাহুল গান্ধী (Rahul Gandhi)। নিরাপত্তা বলয় ভেঙে ঢুকে পড়ে রাহুলকে জড়িয়ে ধরলেন এক ব্যক্তি। মঙ্গলবার পাঞ্জাবের হোশিয়ারপুরে ভারত জোড়ো যাত্রায় অংশ নিয়েছিলেন রাহুল। সেই সময়ই পদযাত্রার মধ্যে ঢুকে পড়েন এক ব্যক্তি। জড়িয়ে ধরেন কংগ্রেস সাংসদকে। ঘটনার আকস্মিকতায় খানিকটা চমকে গেলেও নিজেকে সামলে নেন রাহুল। তাঁর নিরাপত্তারক্ষীরা সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে সরিয়ে দেন। ঘটনার ভিডিও প্রকাশ করেছে কংগ্রেস। 

মঙ্গলবার সকালে পাঞ্জাবের হোশিয়ারপুর থেকে ভারত জোড়ো যাত্রা (Bharat Jodo Yatra) শুরু করেন রাহুল গান্ধী। সকাল দশটা নাগাদ আচমকাই নিরাপত্তা বলয় ভেঙে ঢুকে পড়েন এক ব্যক্তি। কেউ কিছু বুঝে ওঠার আগেই রাহুলকে জড়িয়ে ধরেন তিনি। সঙ্গে সঙ্গেই অবশ্য ওই ব্যক্তিকে সরিয়ে দেন নিরাপত্তা রক্ষীরা। প্রথমে খানিকটা হকচকিয়ে গেলেও সামলে নেন কংগ্রেস সাংসদ। ওই ব্যক্তির দিকে তাকিয়ে হাসেন তিনি। এই ঘটনার পরে অবশ্য একইভাবে এগিয়ে যায় ভারত জোড়ো যাত্রা। 

[আরও পড়ুন:সফরে আকাশছোঁয়া খরচ! মোদির সাধের গঙ্গাবিলাসকে ‘অশোভনীয়’ বলে কটাক্ষ কংগ্রেস নেতার]

প্রসঙ্গত, দিন তিনেক আগে একইভাবে কর্ণাটকে মোদির রোড শোয়ে ঢুকে পড়েছিল প্রধানমন্ত্রীর এক ভক্ত। রাস্তার দু’পাশে ভিড় জমিয়ে ছিলেন অসংখ্য জনতা। এসইউভি-র একপাশের দরজা খুলে দাঁড়িয়ে অভিবাদন গ্রহণ করছিলেন প্রধানমন্ত্রী। তখনই আচমকা এক যুবক নিরাপত্তা বলয় টপকে গাড়ির কাছে পৌঁছে যায়। সে নিজে হাতে মোদিকে মালা পরানোর চেষ্টা করছিল। শেষ মুহূর্তে ওই যুবককে নিরস্ত করে এসপিজি বা স্পেশাল প্রোটেকশন গ্রুপের কর্মীরা।  

রাহুলের মিছিলের ঘটনায় অনেকের মনেই ফের তাজা হয়ে উঠেছে রাজীব গান্ধীর মৃত্যুর ঘটনা। একইভাবে প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীবকে প্রণাম করতে এগিয়ে এসেছিল এক তরুণী। পরের মুহূর্তেই আত্মঘাতী বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে যান রাজীব। মঙ্গলবারের ঘটনায় সেই স্মৃতি উসকে গেলেও রাহুল নিরাপদেই রয়েছেন। 

[আরও পড়ুন: জুন মাসেই দেশে শুরু গণছাঁটাই! সতর্ক করে বার্তা কেন্দ্রীয় মন্ত্রীর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement