সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লির মর্মান্তিক ঘটনার ছায়া এবার যোগীরাজ্য উত্তরপ্রদেশে। এক ব্যক্তিকে ছ্যাঁচড়াতে ছ্যাঁচড়াতে প্রায় ১০ কিলোমিটার টেনে নিয়ে গেল একটি গাড়ি। আর তাতেই প্রাণ হারান ওই ব্যক্তি। গ্রেপ্তার করা হয়েছে চালককে।
পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার ভোরের দিকে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মথুরায় ঘটে এই দুর্ঘটনা। দিল্লির বাসিন্দা বীরেন্দ্র সিং গাড়িটি চালাচ্ছিলেন। পুলিশকে অভিযুক্ত জানিয়েছেন, ওই ব্যক্তির মৃত্যুর জন্য তিনি দায়ি নন। অন্য কোনও দুর্ঘটনায় মারা গিয়েছিলেন ওই ব্যক্তি। তারপরই তাঁর গাড়ির নিচে আটকে গিয়েছিল তাঁর দেহ। গাড়িতে যে কোনও দেহ আটকে গিয়েছে, তা কুয়াশার কারণে বুঝতে পারেননি বলেও দাবি করেছেন বীরেন্দ্র। গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। যদিও মৃতের পরিচয় এখনও জানা যায়নি।
মঙ্গলবার ভোরে আগ্রা থেকে নয়ডার দিকে যাচ্ছিলেন বীরেন্দ্র। সেই সময়ই মথুরার কাছে যমুনা এক্সপ্রেসওয়েতে (Yamuna Expressway) তাঁর গাড়ির নিচে আটকে যায় এক ব্যক্তির দেহ। টোল বুথ পেরনোর সময় এমন ভয়ংকর দৃশ্য চোখে পড়ে নিরাপত্তারক্ষীদের। সিসিটিভি ফুটেজেও ধরা পড়ে সেই দৃশ্য। এরপরই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। যদিও বীরেন্দ্র মানতে নারাজ, তাঁর গাড়ি কোনও ব্যক্তিকে ধাক্কা মেরে ছেঁচড়ে নিয়ে এসেছে। মৃতকে চিহ্নিত করার জন্য সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে অভিযুক্তকেও।
উল্লেখ্য, চলতি বছরের প্রথম দিন ভয়াবহ ঘটনার সাক্ষী হয়েছিল দিল্লির সুলতানপুরী। স্কুটিতে যাচ্ছিলেন ২০ বছরের তরুণী অঞ্জলি সিং। সেই সময়ই স্কুটিটিতে সজোরে ধাক্কা মারে এক বেপরোয়া গাড়ি। গাড়ির নিচে আটকে যায় তরুণীর পা। সেই অবস্থাতেই তাঁকে টেনে হিঁচড়ে প্রায় ১০-১২ কিলোমিটার নিয়ে যায় গাড়িটি। পরে হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় তাঁর। এবার সেই ভয়ংকর স্মৃতিই ফিরল মথুরার পথে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.