সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গরবার নাচের সময় মর্মান্তিক মৃত্যুর ঢল গুজরাটে। গত কয়েক দিনে দশের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন গরবা নৃত্য চলাকালীন। এবার মৃত্যু হল এক ২৬ বছরের যুবকের। সুরাটের বাসিন্দা ওই যুবক নাচতে নাচতেই লুটিয়ে পড়েন। সঙ্গে সঙ্গে মৃত্যু হয় তাঁর।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সূত্রে জানা যাচ্ছে, মৃত যুবকের নাম রোহিত রাঠোর। গরবা নাচ চলাকালীন তিনি আচমকাই লুটিয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। রোহিতের ছোটভাইয়ের দাবি, তাঁর দাদার কোনও অসুখই ছিল না।
রোহিতের মৃত্যু অবশ্য ব্যতিক্রমী ঘটনা নয়। গত কয়েক দিন ধরেই নবরাত্রি পালনের সময় নৃত্য চলাকালীন এই ধরনের মর্মান্তিক ঘটনা ঘটেছে। তালিকায় রয়েছে এক ১৩ বছরের কিশোরও। পরিস্থিতি সামলাতে গরবা কেন্দ্রগুলির কাছাকাছি অবস্থিত সমস্ত হাসপাতালে হাই অ্যালার্ট জারি করেছে। এবং গরবা উদ্যোক্তাদের জানানো হয়েছে, অ্যাম্বুল্যান্সের করিডর তৈরি করার জন্য।
আসলে গোটা পৃথিবী এখন দু-ভাগে বিভক্ত। কোভিডপূর্ব এবং পরবর্তী। সাধারণ মানুষের জীবনযাত্রা থেকে বিশ্ব অর্থনীতি, সবকিছু বদলে দিয়েছে ভয়ংকর মহামারী। চিকিৎসকদের একাংশের মতে, সবচেয়ে বড় প্রভাব পড়েছে মানুষের স্বাস্থ্যে। ভেতর থেকে দুর্বল করে দিয়েছে কোভিড। তার ফলেই আকস্মিক মৃত্যুর ঘটনা বাড়ছে। বাদ যাচ্ছে না কমবয়সিরাও।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.