শনিবার বিকেল পৌনে ছ’টা। কাড়া নগর (Kara Nagar) এলাকায় এক কাশ্মীরিকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় জেহাদিরা। গুলি লাগে মাজিদ আহমেদ গজরি নামে এক ব্যক্তির মাথায়। গুলি চালিয়ে ঘটনাস্থল থেকে চম্পট দেয় জঙ্গিরা (Terrorists)। জখম ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। খবর পেয় কাড়া নগর এলাকায় পৌঁছয় বাহিনী। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা ওই এলাকা। বাড়িয়ে দেওয়া হয় নাকা চেকিং। কিন্তু কাউকে এখনও পর্যন্ত গ্রেপ্তার করা যায়নি।
সতর্কতার মাঝেই দ্বিতীয় হামলার ঘটনাটি ঘটে বাতমালো এলাকায়। ফের অতর্কিতে হামলা চালায় কয়েকজন জেহাদি। তাদের ছোড়া গুলিতে গুরুতর জখম হন এক ব্যক্তি। নাম মহম্মদ শাফি দর। পুলিশ জানিয়েছে, তার আঘাতও গুরুতর। হাসপাতালে চিকিৎসাধীন তিনি। জেহাদিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
এর মাঝেই পৌনে সাতটা নাগাদ দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগের কেপি রোডের আধা সামরিক বাহিনীর ছাউনি লক্ষ্য করে ছোড়া হয় গ্রেনেড ছাউনির কাছে বিস্ফোরণ হয়। যদিও কোনও হতাহত বা ক্ষয়ক্ষতি ঘটেনি। তবে একইদিনে কাশ্মীরের তিন এলাকায় নাশকতামূলক কার্যকলাপের জেরে চাঞ্চল্য ছড়িয়েছে। জারি করা হয়েছে সতর্কতা। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা। চলছে টহলদারি।
২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।
চোখ রাখুন