Advertisement
Advertisement

Breaking News

Punjab

গ্রামীণ মেলায় ট্রাক্টর নিয়ে স্টান্ট দেখাতে গিয়ে বিপত্তি, চাকায় পিষে মৃত্যু যুবকের

প্রশ্ন উঠছে, মেলায় বিপজ্জনক স্টান্ট দেখানোর অনুমতি দিয়েছিল কে?

Man Crushed To Death Performing Tractor Stunt in Punjab | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:October 29, 2023 8:25 pm
  • Updated:October 29, 2023 8:27 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাঞ্জাবের (Punjab) গুরদাসপুরে গ্রামীণ ক্রীড়া মেলায় মর্মান্তিক দুর্ঘটনা। ট্রাক্টর নিয়ে বিপজ্জনক স্টান্টের খেলা দেখাতে গিয়ে মৃত্যু হল এক যুবকের। দুর্ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায় (Social Media), (ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল) যা দেখে শিউরে উঠেছে নেটিজেনরা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গ্রামীণ ক্রীড়া মেলা চলছিল গুরদাসপুরের সারচুর গ্রামে। শনিবার সন্ধেবেলা মেলার মাঠে জনতার ভিড়ের মাঝখানে ট্রাক্টরের খেলা দেখাচ্ছিলেন ২৪ বছরের সুখমনদীপ সিং। এক সময় চলন্ত ট্রাক্টরে ওঠার চেষ্টা করেন যুবক। দুটি চাকার উপরে উঠে দাঁড়ানও। এর পরেই পা পিছলে পড়ে যান তিনি। তখনই ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। ভারী ট্রাক্টরের চাকার পিষে মৃত্যু হয় সুখমনদীপের।

Advertisement

[আরও পড়ুন: তিস্তায় মাছের মড়ক! জলদূষণই কারণ? কারণ খুঁজতে দল পাঠাচ্ছে মৎস্য দপ্তর]

স্টান্ট চলাকালীন অনেকেই ভিডিও করছিলেন। সেই ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয় নিমেষে। যা দেখে শিউরে উঠছে নেটদুনিয়া। প্রশ্ন উঠছে, এমন বিপজ্জনক স্টান্টের প্রশিক্ষণ ছিল কি না মৃত যুবক সুখমনদীপ সিংয়ের। গ্রামীণ ক্রীড়া মেলায় ভয়ংকর স্টান্ট দেখানোর অনুমতি দিয়েছিল কি পুলিশ ? দিলে কীসের ভিত্তিতে দেওয়া হয়েছিল সেই অনুমোদন? গোটা ঘটনায় অস্বস্তিতে স্থানীয় প্রশাসন।

[আরও পড়ুন: মদের আসরে বচসার জের, বন্ধুকে গলায় রড ঢুকিয়ে খুনের চেষ্টা! চাঞ্চল্য ডোমজুড়ে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement