Advertisement
Advertisement

Breaking News

৩০০ ডিমের তরকারি রেঁধে তাক লাগালেন ইনি

তিনশো ডিমের তরকারি কীভাবে রাঁধলেন তিনি একা হাতে, স্রেফ সে কৌতূহলেই এই ভিডিও দেখছেন অসংখ্য মানুষ৷

Man Cooks Curry With 300 Eggs and Video Goes Viral
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 8, 2016 6:23 pm
  • Updated:November 8, 2016 6:23 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইন্টারনেট দুনিয়ায় নানা কুকারি শোয়ের ছড়াছড়ি৷ নামী শেফরা তাঁদের হরেক রান্নার কেরামতি দেখান এইসব অনুষ্ঠানে৷ তবে এ সব ছাপিয়ে এক সাধারণ মানুষ সবার মন জয় করে নিয়েছেন৷ প্রায় তিনশোটি ডিমের তরকারি বানিয়ে তাক লাগিয়েছেন তিনি৷

‘ভিলেজ ফুড ফ্যাক্টরি’ নামে এক ইউটিউব চ্যানেলের সৌজন্যে এ ছবি ছড়িয়েছে নেটদুনিয়ায়৷ যেখানে দেখা যাচ্ছে, এক ব্যক্তি প্রায় শ’তিনেক ডিমের তরকারি রাঁধছেন৷ রেসিপির মধ্যে কোনও বাড়বাড়ন্ত নেই৷ কোনও চালাকিও নেই৷ সবথেকে আকর্ষক হল এই ভিডিওর সরলতা৷ সাদামাটা ভাবেই যেভাবে তিনি এতগুলো ডিমের তরকারি রাঁধলেন ও সকলকে খেতে দিলেন তা বেশ অবাক করা৷ কেননা বহু দামী রেস্তরাঁর শেফও হয়তো এতগুলো ডিমের তরকারি রাঁধার সাহস করতেন না৷

Advertisement

গত পাঁচদিনে এ ভিডিও দেখেছেন প্রায় ১৮ লক্ষ মানুষ৷ রেসিপি জানার তাগিদে নয়৷ তিনশো ডিমের তরকারি কীভাবে রাঁধলেন তিনি একা হাতে, স্রেফ সে কৌতূহলেই এই ভিডিও দেখছেন অসংখ্য মানুষ৷ তাঁর রান্নার কেরামতি দেখে নিন আপনিও-

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement