Advertisement
Advertisement

Breaking News

‘মুখ্যমন্ত্রী আমার জামাই’! ট্রাফিক আইন ভেঙে ভোপালে দাদাগিরি যুবকের

ভাইরাল ভিডিও৷

Man claims to be MP CM Shivraj Singh Chauhan’s relative, counters cops
Published by: Tanujit Das
  • Posted:August 25, 2018 1:19 pm
  • Updated:August 25, 2018 1:19 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাইরেন বাজিয়ে ভোপালের রাস্তা দিয়ে দ্রুতগতিতে ছুটে চলেছে গাড়িটা৷ সন্দেহ হয় পুলিশের৷ নিয়ম রয়েছে কোনও ভিভিআইপি ছাড়া অন্য কেউ গাড়িতে ব্যবহার করতে পারবেন না সাইরেন বা হুটার৷ গাড়িটা থামায় পুলিশ৷ চালকের কাছে জানতে চাওয়া হয় তাঁর পরিচয়৷ দেখতে চাওয়া হয় গাড়ির বৈধ কাগজপত্র৷ জবাবে যা উত্তর পান, তাতে কার্যত হতবাক ভোপালের পুলিশ কর্তারা৷ ওই ব্যক্তি জানান, তিনি নাকি মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের শ্যালক৷ ফলে ভিভিআইপি-র চেয়ে কম কিছু নন তিনি৷

[এবার সিয়াচেনে ভারতীয় জওয়ানদের চিকিৎসা পরিষেবা পৌঁছে দেবে ইসরো]

Advertisement

জানা গিয়েছে, এই নিয়ে কর্তব্যরত ট্রাফিক সার্জেনের সঙ্গে কার্যত তর্কাতর্কি লাগিয়ে দেন তিনি৷ পুলিশ তাঁর গাড়ির বৈধ কাগজপত্র দেখতে চাইলে চোটপাট শুরু করে দেন৷ এমনকি আটক গাড়িতে গাড়িতে থাকা দুই মহিলাও হম্বিতম্বি করতে থাকেন পুলিশের উপরে৷ তাঁরা প্রশ্ন তোলেন, পুলিশের কাজের এক্তিয়ার নিয়ে৷ পুলিশ সূত্রে খবর, সাইরেন বাজিয়ে ভোপালের রাস্তা দিয়ে অত্যন্ত দ্রুত গতিতে যায় গাড়িটি৷ তখনই সন্দেহ হয় কর্তব্যরত ট্রাফিক সার্জেনের৷ ফলে গাড়িটিকে দাঁড় করান তিনি৷ দেখাতে বলেন গাড়ির বৈধ প্রমাণপত্র৷ কারণ ভিভিআইপি ছাড়া গাড়িতে সাইরেন লাগান বেআইনি৷

 

[‘রাহুল গান্ধী কনট্র্যাক্ট কিলার, দেশের ভাবমূর্তিকে নষ্ট করার সুপারি নিয়েছেন’]

এরপর ধৃত নিজেকে শিবরাজ সিং চৌহানের শ্যালক বলে পরিচয় দিলে সোজা মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করে পুলিশ৷ জবাবে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী বলেন, সমগ্র রাজ্যে তাঁর কোটি কোটি বোন রয়েছে৷ ফলে শ্যালকের সংখ্যাও কম নয়৷ পুলিশকে তিনি নির্দেশ দেন, আইন মেনে পদক্ষেপ নেওয়ার৷ জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর আত্মীয় হওয়ার প্রমাণ দিতে ব্যর্থ হন ওই ব্যক্তি৷ ফলে গাড়িটাকে আটক করে পুলিশ৷ খোঁজ করে দেখা যায় গাড়ির মালিকের নাম রাজেন্দ্র সিং চৌহান৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement