সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক দিন আগেই মুঘল সম্রাট ঔরঙ্গজেবের (Aurangzeb) প্রশংসা করে সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করায় মহারাষ্ট্রের (Maharashtra) ১৪ বছরের কিশোরের বিরুদ্ধে এফআইআর (FIR) দায়ের করেছিল পুলিশ। এবার সেরাজ্যে হোয়াটসঅ্যাপের প্রোফাইলে ঔরঙ্গজেবের ছবি দিয়ে বিপাকে যুবক। অভিযোগ পেয়ে আটক করে তাঁর বিরুদ্ধে মামলা রুজু করল পুলিশ। যদিও জিজ্ঞাসাবাদের পর তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, যুবকের বিরুদ্ধে নবি মুম্বইয়ের ভাসি থানায় অভিযোগ দায়ের করেন অমরজিৎ সুরভে। হিন্দুত্ববাদী সংগঠনের সদস্য অমরজিৎ পুলিশকে জানান, সম্প্রতি তিনি একটি স্ক্রিনশট পান। সেটি হোয়াটসঅ্যাপ প্রোফাইলের ছবি। ছবিটি ঔরঙ্গজেবের। এরপর ওই হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন করেন তিনি। জানতে চান, কেন মুঘল সম্রাটের ছবি দিওয়া হয়েছে। ছবিটি সরিয়ে নিতেও বলা হয়। যুবক উত্তরে বলেন, তাঁর মন ভাল নেই। পরে সরিয়ে নেবেন।
যদিও অভিযোগ, হোয়াটসঅ্যাপ প্রোফাইল থেকে ঔরঙ্গজেবের ছবি সরাননি ওই যুবক। এরপরেই থানায় অভিযোগ করেন অমরজিৎ। এরপরেই ঝটপট ব্যবস্থা নেয় পুলিশ। যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। তার বিরুদ্ধে একাধিক ধারায় মাললা রুজু করা হয়েছে। উল্লেখ্য, মহারাষ্ট্রের নানা প্রান্তে গত কয়েক দিন ধরে আওরঙ্গজেব এবং টিপু সুলতানকে নিয়ে সাম্প্রদায়িক অশান্তি দানা বেধেছে। যা নিয়ে মুখ খুলেছেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা দেবন্দ্র ফড়নবিশ। তিনি বলেছেন, ‘‘রাজ্যে এসব বরদাস্ত করা হবে না।’’
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার ঔরঙ্গজেবকে নিয়ে বিতর্কিত ভিডিও পোস্ট করেছিল ১৪ বছরের কিশোর। অল্প সময়ে ভাইরাল হয় তা। এর বিরোধিতা শুরু করে একাধিক হিন্দুত্ববাদী সংগঠন। শুক্রবার ভিডিওর জেরে এলাকায় বন্ধ ডাকে সংগঠনগুলি। যদিও পুলিশের দাবি, এলাকায় অশান্তি হয়নি। অন্যদিকে বিতর্ক দানা বাঁধতে পোস্টটি সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে দেয় কিশোর। এইসঙ্গে ক্ষমা চেয়ে সে জানায়, কারও ভাবাবেগে আঘাত দেওয়ার উদ্দেশ্য ছিল না তাঁর। কিশোরের বিরুদ্ধে এফআইআর (FIR) দায়ের করেছে পুলিশ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.