Advertisement
Advertisement

Breaking News

Karwa Chauth

করবা চৌথের দিন প্রেমিকার সঙ্গে কেনাকাটা! দেখেই বেধড়ক মারধর করলেন স্ত্রী, ভাইরাল ভিডিও

মারধর থামাতে ঘটনাস্থলে যেতে হয় পুলিশকেও।

Man beaten by wife after seen with girlfriend in Karwa Chauth | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:October 14, 2022 1:07 pm
  • Updated:October 14, 2022 1:25 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করবা চৌথের (Karwa Chauth) দিন প্রেমিকার সঙ্গে কেনাকাটা করতে বেরিয়েছিলেন এক ব্যক্তি। সেই কথা জানতে পেরে দোকানের মধ্যে ঢুকে ওই ব্যক্তিকে বেধড়ক মারধর করলেন তাঁর স্ত্রী ও শাশুড়ি গাজিয়াবাদের (Ghaziabad) এই ঘটনার ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যেতে হয় পুলিশকেও। তবে এই ঘটনার পরে পুলিশের তরফ থেকে কোনও পদক্ষেপ করা হয়েছে কিনা, তা জানা যায়নি।

ঠিক কী ঘটেছিল? বৃহস্পতিবার করবা চৌথের বিকেলে মায়ের সঙ্গে কেনাকাটা করতে বেরিয়েছিলেন ওই ব্যক্তির স্ত্রী। ওই একই সময়ে প্রেমিকার সঙ্গে বাজারে উপস্থিত হন ওই ব্যক্তি। দু’জনে মুখোমুখি না হলেও স্বামীকে চিনতে পেরে যান ওই মহিলা। তারপরেই মাকে সঙ্গে নিয়ে দোকানের মধ্যে ঢুকে আসেন তিনি। তাঁদের সঙ্গে ছিলেন আরও একজন মহিলা।

Advertisement

[আরও পড়ুন: বাড়ছিল ঋণখেলাপির সংখ্যা, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা ঋণ আদায়ে ব্যর্থ ব্যাংক ম্যানেজারের]

প্রেমিকার সঙ্গে স্বামীকে দেখেই তাঁকে মারধর করতে শুরু করেন ওই ব্যক্তির স্ত্রী। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, স্বামীর কলার ধরে বেধড়ক মারধর করছেন মহিলা। সেই সময় বাধা দিতে এগিয়ে যান ওই ব্যক্তির প্রেমিকা। তাঁকেও মারধর করেন ব্যক্তির স্ত্রী ও শাশুড়ি। গোটা ঘটনা দেখতে দোকানের আশেপাশে প্রচুর লোকের ভিড় জমে যায়। এই ঘটনায় অস্বস্তিতে পড়ে যান সংশ্লিষ্ট দোকানের মালিক। সকলকে বাইরে গিয়ে মারপিট করতে বলেন তিনি।

মারধরের ঘটনা ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। স্থানীয় পুলিশ আধিকারিক অংশু জৈন বলেছেন, “ঘটনার কথা শুনেই আমরা ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে জানতে পারি, একজন ব্যক্তি ও এক মহিলাকে মারধর করেছেন অন্য দুই মহিলা। তাঁদের মধ্যে একজন ওই ব্যক্তির স্ত্রী। করবা চৌথের দিন বাড়িতে না থেকে প্রেমিকাকে নিয়ে কেনাকাটা করতে বেরিয়েছিলেন স্বামী, সেই রাগেই ব্যক্তিকে মারধর করেছেন ওই মহিলা।”

উত্তর ভারতের রাজ্যগুলিতে খুবই জনপ্রিয় উৎসব করবা চৌথ। স্বামীর দীর্ঘায়ু ও সংসারের সুখ-সমৃদ্ধি কামনা করে এইদিন উপোস করেন বাড়ির বউরা। স্বামীর হাতে জল খেয়ে উপোস ভাঙেন তাঁরা। এরকম দিনে প্রেমিকার সঙ্গে স্বামীকে দেখেই রেগে গিয়ে এহেন কাণ্ড ঘটিয়েছেন তিনি।

[আরও পড়ুন: ট্রেনে আরও কাছাকাছি আগরতলা-কলকাতা, রাষ্ট্রপতির হাত ধরে চালু হল সম্প্রসারিত দুই রেলপথ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement