সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুণ্যার্থী থেকে সাধারণ পর্যটক, সকলের কাছে গত এক বছরে দেশের সবচেয়ে পছন্দের গন্তব্য হল অযোধ্যার রামমন্দির। যেখানে বাইরে থেকে ছবি তোলা গেলেও ভিতরে ছবি তোলায় নিষেধাজ্ঞা রয়েছে। যদিও একাধিক নিরাপত্তা বেষ্টনী ডিঙিয়ে রামমন্দিরের ভিতরের ছবি তুলে ফেলেলেন এক যুবক। চশমার মধ্য়ে ক্যামেরা লুকিয়ে এই কাণ্ড করে ফেলেন তিনি। এমন ঘটনায় রামমন্দিরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠল।
মন্দিরের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ জানিয়েছে, গুজরাটের ভদোদরার বাসিন্দা জয়কুমার সম্প্রতি রামমন্দির দর্শনে আসেন। তাঁর চশমায় লাগানো ছিল ক্যামেরা। যদিও আপাতদৃষ্টিতে তা দেখেও বোঝা উপায় ছিল না। এর ফলেই রামমন্দিরের একাধিক নিরাপত্তা বেষ্টনী ডিঙিয়ে যান যুবক। মন্দিরের ভিতরে ঢুকে তাঁর ক্যামেরায় ছবি রেকর্ড করতে শুরু করেন। যদিও একসময় ধরা পড়ে যান জয়কুমার। চশমা পরীক্ষা করে দেখা যায়, সেটিতে বারো মেগা পিক্সেলের ক্যামেরা লাগানো রয়েছে। এআই ভয়েস কমান্ডের মাধ্যমে আধুনিক ক্যামেরাটিকে নিয়ন্ত্রণ করা যায়।
এই প্রক্রিয়াতেই ছবি তুলছিলেন গুজরাটের ভদোদরার বাসিন্দা জয়কুমার। যদিও ধরা পড়ে যাওয়ায় গ্রেপ্তার করা হয় তাঁকে। কী উদ্দেশ্যে মন্দিরের ছবি তুলছিলেন তিনি, খতিয়ে দেখছে পুলিশ। নাশকতার ছক ছিল না তো? চশমায় গোপন ক্যামেরা লাগিয়ে রামমন্দিরের ভিতরে ঢুকে পড়ার ঘটনায় যোগী সরকারের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.