Advertisement
Advertisement

ব্যাগে বুলেট নিয়ে কেজরিওয়ালের অফিসে যুবক! কী হল তারপর?

বোঝো কাণ্ড!

Man arrested from Kejriwal’s residence
Published by: Bishakha Pal
  • Posted:November 27, 2018 3:34 pm
  • Updated:November 27, 2018 3:34 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের নিরাপত্তা নিয়ে ফের উঠল প্রশ্ন। কয়েকদিন আগে মুখ্যমন্ত্রীর সচিবালয়ের বাইরে তাঁর চোখে লঙ্কার গুঁড়ো ছুঁড়েছিল এক ব্যক্তি। এবার একেবার তাঁর অফিসে কার্তুজ নিয়ে ঢুকল আরও একজন। তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ওই ব্যক্তির নাম মহম্মদ ইমরান। বয়স ৩৯ বছর। সোমবার সে ১২ জন ইমাম আর মৌলবিকে নিয়ে মুখ্যমন্ত্রীর অফিসে গিয়েছিল। দিল্লি ওয়াকফ বোর্ডের কর্মচারীদের পারিশ্রমিক বাড়ানোর দাবি নিয়ে কেজরিওয়ালের সঙ্গে দেখা করতে চেয়েছিল তারা। নিয়মানুযায়ী মুখ্যমন্ত্রীর দপ্তরে ঢোকার আগে তাদের পরীক্ষা করা হয়। তখনই মহম্মদ ইমরানের ব্যাগ থেকে কার্তুজ উদ্ধার করেন নিরাপত্তারক্ষীরা।

Advertisement

বিজেপির প্রশ্নের জবাব, নিজের গোত্র জানিয়ে দিলেন ‘ব্রাহ্মণ’ রাহুল  ]

উত্তর দিল্লির অ্যাডিশনাল ডিজিপি হরেন্দর সিং জানিয়েছেন, ইমরানকে হেফাজতে নিয়েছে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে, সে করোলবাগ এলাকার একটি মসজিদে কেয়ারটেকারের কাজ করে। দু’তিন মাস আগে মসজিদের ডোনেশন বাক্সে সে কার্তুজটি খুঁজে পায়। একবার সে ভেবেছিল সেটি যমুনা নদীতে ফেলে দেবে। কিন্তু দেয়নি। নিজের ব্যাগে রেখে দেয় সেটি। আর তারপর কার্তুজের কথা ভুলেই গিয়েছিল সে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ইমরানের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

অভিযুক্ত এখন পুলিশের হেফাজতে থাকলেও দিল্লিতে কেজরিওয়ালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছেন তাঁর অনুগামীরা। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের অফিসের বাইরে তাঁর উপর হামলা চালায় এক ব্যক্তি। মুখ্যমন্ত্রী তখন মধ্যাহ্নভোজ সারতে যাচ্ছিলেন। তখনই কেজরিওয়ালকে সে একটি চিঠি দেয়। এরপর তাঁর পা ছুঁয়ে প্রণাম করবে বলে নিচু হয়। কেজরিওয়াল তাঁকে আটকাতে যান। আর এই সময়েই মুখ্যমন্ত্রীর চোখে লঙ্কার গুঁড়ো ছুঁড়ে দেয় সে। হামলার চোটে তাঁর চশমা পড়ে ভেঙে যায়।

এই ঘটনার পর প্রশ্ন উঠতে শুরু করে স্ক্যানারকে ফাঁকি দিয়ে সে লঙ্কার গুঁড়ো নিয়ে কীভাবে ঢুকল। আম আদমি পার্টির তরফে জানানো হয়, দিল্লিতে নিজের রাজ্যেও নিরাপদে নেই কেজরিওয়াল।

যুদ্ধের জন্য তৈরি ভারত, পাকিস্তানকে চরম হুঁশিয়ারি দিলেন ‘ক্যাপ্টেন’ ]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement