Advertisement
Advertisement
Mumbai blast

‘এক্ষুণি মুম্বই উড়িয়ে দেব’, টুইট করে হুমকি দিয়ে গ্রেপ্তার যুবক

কেন হুমকি দিল যুবক? ধন্ধে পুলিশ।

Man arrested for threatening to blast Mumbai, arrested | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:May 23, 2023 10:41 am
  • Updated:May 23, 2023 10:53 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক্ষুণি বিস্ফোরণ ঘটিয়ে মুম্বই (Mumbai) উড়িয়ে দেব। এমনই হুমকি দিয়েছিল এক যুবক। সঙ্গে সঙ্গেই শহরের নানা প্রান্তে নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়। তদন্তে নেমে পড়ে মুম্বই পুলিশ। প্রসঙ্গত, দিন কয়েক আগেই রাজস্থান থেকে উড়ো ফোন করে এক ব্যক্তি জানায়, মুম্বই বিস্ফোরণ (Mumbai Blast) সংক্রান্ত অনেক তথ্য রয়েছে তার কাছে। পরপর এহেন ঘটনা দেখে আতঙ্কিত হয়ে পড়ে পুলিশ।

জানা গিয়েছে, সোমবার সকাল ১১টা নাগাদ একটি টুইট চোখে পড়ে সকলের। সেখানে এক ব্যক্তি হুমকি দিয়ে লিখেছিল, “কিছুক্ষণের মধ্যেই বিস্ফোরণ হবে। গোটা মুম্বই উড়িয়ে দেব আমি।” যদিও ওই টুইটার অ্যাকাউন্ট থেকে ওই ব্যক্তির নাম বা পরিচয় কিছুই জানা যায়নি।

Advertisement

[আরও পড়ুন: ট্রাকের সঙ্গে ধাক্কা, সাতসকালে ভয়াবহ বাস দুর্ঘটনায় মৃত্যু অন্তত সাতজনের, আহত ১৩]

টুইটটি চোখে পড়ার পরেই তৎপর হয়ে ওঠে মুম্বই পুলিশ। ১৯৯৩ সালের মতো একই ধাঁচে হামলার আশঙ্কায় বাড়িয়ে দেওয়া হয় মুম্বইয়ের নিরাপত্তাও। সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ। কেন এমন হুমকি দেওয়া হল, সেই তদন্তও শুরু হয়। অবশেষে পুলিশের জালে ধরা পড়ে অভিযুক্ত।

হুমকি টুইটের পরে বেশ অনেকটা সময় কেটে গেলেও মুম্বই পুলিশের তরফে কোনও খবর মেলেনি। অবশেষে জানা যায়, অভিযুক্তকে আটক করা হয়েছে। আপাতত তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। ঠিক কী কারণে এমন হুমকি, সেই বিষয়ে অবশ্য এখনও পুলিশের তরফে কিছু জানানো হয়নি।

[আরও পড়ুন: প্রয়াত RRR ছবি খ্যাত অভিনেতা, শোক প্রকাশ পরিচালক রাজামৌলির]

 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement