Advertisement
Advertisement

Breaking News

Uttar Pradesh

‘দিদিকে ছেড়ে আমায় বিয়ে করো’, চাপ দিচ্ছিলেন ‘প্রেমিকা’ শ্যালিকা, ‘খুন’ করে দেহ জ্বালালেন যুবক

বছর চারেক আগে মৃতার দিদির সঙ্গে বিয়ে হয় অভিযুক্ত জামাইবাবুর।

Man arrested for sister-in-law’s murder in Uttar Pradesh

প্রতীকী ছবি

Published by: Subhankar Patra
  • Posted:February 1, 2025 4:33 pm
  • Updated:February 1, 2025 6:21 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শ্যালিকার সঙ্গে বিবাহ বর্হিভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন জামাইবাবু। ‘দিদিকে ছেড়ে আমায় বিয়ে করো’ বলে চাপ দিচ্ছিলেন তরুণী। কিন্তু স্ত্রীকে ছাড়াতে নারাজ যুবক। শেষ পর্যন্ত পথের কাঁটা সরাতে দুই বন্ধুর সাহায্যে শ্যালিকাকে খুন করে দেহ পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল জামাইবাবুর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মিরাটে। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত তরুণীর নাম প্রিয়াঙ্কা। বয়স ২১ বছর। বছর চারেক আগে তাঁর দিদির সঙ্গে বিয়ে হয় আশিস সিংয়ের। তবে বিবাহ বর্হিভূত সম্পর্কে জড়িয়ে পড়েন প্রিয়াঙ্কা ও আশিস। গত ২১ জানুয়ারি অভিযুক্ত জামাইবাবু সঙ্গে ঘুরতে বেরন। রাত হয়ে গেলেও তিনি ফিরে না এলে খোঁজখবর শুরু করেন পরিবারের সদস্যরা। তরুণীর বাবা জামাইকে জিজ্ঞাসা করেন প্রিয়াঙ্কা কোথায়। আশিস জানান, তিনি সেই দিন দুপুরেই প্রিয়াঙ্কাকে বাড়ির কাছে ছেড়ে দিয়ে এসেছেন। তা শোনার পর আশেপাশের এলাকাতেও তরুণীর খোঁজ শুরু করে পরিবার। সেই সময় তরুণীর বাবাকে এক ব্যক্তি জানান, তিনি প্রিয়াঙ্কাকে আশিস ও দুই ছেলের সঙ্গে দেখেছেন। এরপরই ২৩ জানুয়ারি থানায় অভিযোগ জানান প্রিয়াঙ্কার বাবা ঋষিপাল সিং।

Advertisement

তদন্তে নেমে প্রথমে আশিসকে আটক করে পুলিশ। পুলিশ জানিয়েছে, জেরায় অভিযুক্ত স্বীকার করেছেন তিনি শ্যালিকাকে খুন করে দেহ সারদানা খালের কাছে পুড়িয়ে দিয়েছেন। পুলিশকর্তা আনন্দদেব মিশ্র বলেন, “অভিযুক্তের বয়ান অনুযায়ী আমরা ওই খালের ধারে তল্লাশি চালিয়ে অর্ধদগ্ধ দেহ উদ্ধার করেছি। শুক্রবার অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।” জামাইবাবুকে গ্রেপ্তার করা হলেও দুই সঙ্গী এখনও পলাতক। তাঁদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement