Advertisement
Advertisement

Breaking News

মাঙ্গলিক দোষ কাটানোর নামে ভাইঝিকে লাগাতার ধর্ষণ, গ্রেপ্তার কাকা

রাজধানীতে বাড়তে থাকা নারী নির্যাতনের ঘটনায় চিন্তায় প্রশাসন৷

Man arrested for raping his niece, treating her manglik dosh
Published by: Tanujit Das
  • Posted:October 2, 2018 3:34 pm
  • Updated:October 2, 2018 3:34 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাঙ্গলিক দোষ কাটানোর নামে নিজের ভাইঝিকে লাগাতার ধর্ষণ৷ এই অভিযোগ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল নয়াদিল্লি পুলিশ৷ নির্যাতিতার দায়ের করা অভিযোগের ভিত্তিতেই অভিযুক্ত কাকাকে গ্রেপ্তার করেছে রাজধানীর নারেলা থানার পুলিশ৷ তাকে জেরা করতে শুরু করেছে তারা৷ অভিযুক্তের কঠোর শাস্তির দাবি তুলেছে নির্যাতিতা ও তাঁর পরিবার৷

[কৃষক বিক্ষোভে ধুন্ধুমার রাজধানী, জল কামান-কাঁদানে গ্যাস পুলিশের]

Advertisement

জানা গিয়েছে, বছর তেইশের ওই মহিলাকে মাঙ্গলিক দোষের ভয় দেখাতেন অভিযুক্ত ব্যক্তি৷ সে সম্পর্কে মেয়েটির কাকা হয়। অভিযুক্ত নির্যাতিতাকে বলত, এই দোষ না কাটালে তাঁর বাবার মৃত্যু হবে৷ যার জন্য দায়ি থাকবেন নির্যাতিতা৷ এরপরেই নিজের কামনা চরিতার্থ করার ষড়যন্ত্র করে অভিযুক্ত৷ টানা চার বছর ধরে নিজের ভাইঝিকে লাগাতার ধর্ষণ করে ওই ব্যক্তি৷ পুলিশকে দেওয়া বয়ানে নির্যাতিতা জানিয়েছে, বিয়ের পরও তাঁর উপরে অত্যাচার চালিয়েছেন ওই ব্যক্তি৷ তবে সহ্যের বাঁধ ভেঙে যাওয়ায় সবকিছু প্রকাশ্যে আনেন তিনি৷ নিজের শ্বশুরবাড়ির লোকদের কাছে সমস্ত ঘটনা খুলে বলেন তিনি৷ এরপর তাঁদের সাহায্যেই পুলিশের দ্বারস্থ হন৷ পুলিশের কাছে কাকার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন তিনি৷ সেই অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ তাঁকে জেরা চলছে৷ ইতিমধ্যে অভিযুক্তের কঠোর শাস্তির দাবি তুলেছেন নির্যাতিতা ও তাঁর শ্বশুরবাড়ির লোকেরা৷

[লোকপাল ইস্যুতে ফের অনশনে বসছেন আন্না হাজারে]

রাজধানীর বুকে আরও একটি ধর্ষণের ঘটনায় নড়েচড়ে বসেছে প্রশাসন৷ এক্ষেত্রে একটি তিন বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক নাবালকের বিরুদ্ধে৷ রাজধানীর স্বরূপনগর থেকে বছর পনেরোর ওই নাবালককে আটক করেছে পুলিশ৷ জানা গিয়েছে, নির্যাতিতা শিশুর পাশের বাড়িতেই থাকে অভিযুক্ত নাবালক৷ ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷ বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন দিল্লি পুলিশের ডেপুটি কমিশনার আসলাম খান৷ নির্যাতিতা শিশুটি মানসিক ভাবে ভেঙে পড়ায় তার কাউন্সেলিং শুরু করেছে দিল্লির মহিলা কমিশন৷ রাজধানীর বুকে নারী নির্যাতনের ঘটনা বাড়তে থাকায় চিন্তায় রয়েছে প্রশাসন৷ সমস্ত রকমের ব্যবস্থা গ্রহণ করেও কেন এর প্রকোপ কমানো যাচ্ছে না তা নিয়ে ধন্দে রয়েছেন প্রশাসনের শীর্ষ কর্তারা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement