Advertisement
Advertisement

সোশ্যাল মিডিয়ায় মোদির বিকৃত ছবি ছড়িয়ে গ্রেফতার যুবক

মধ্যপ্রদেশের বানমোর থেকে শুক্রবার রাতে তাঁকে গ্রেফতার করা হয় বলে পুলিশ সূত্রে খবর৷

Man arrested for circulating objectionable picture of Narendra Modi
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 26, 2016 4:09 pm
  • Updated:November 26, 2016 4:09 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আপত্তিকর ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হল এক যুবককে৷

মধ্যপ্রদেশের বানমোর থেকে শুক্রবার রাতে তাঁকে গ্রেফতার করা হয় বলে পুলিশ সূত্রে খবর৷ ধৃত আসলাম খান একটি মোবাইলের দোকানের মালিক৷ পুলিশ জানায়, তার বিরুদ্ধে প্রধানমন্ত্রীর আপত্তিকর ছবি সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে৷ মোদির ছবিটি ভাইরাল হতেই ক্ষোভে ফেটে পড়েন একদল বিজেপি কর্মী৷ অভিযুক্তকে গ্রেফতার করার দাবি তুলে বানমোর থানার সামনে বিক্ষোভ দেখান তাঁরা৷ তারপরই গ্রেফতার করা হয় ২৫ বছরের আসলামকে৷ প্রশ্ন উঠেছে, মোদির নোট বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদেই কি এমন কাজ করেছে ওই ব্যক্তি? বানমোর এসডিপিও আত্মারাম শর্মা জানান, তার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে৷ গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ৷

Advertisement

উল্লেখ্য, গত মে মাসে মোদির বিকৃত ছবি ফেসবুকে পোস্ট করায় কর্নাটকের গঙ্গাবতী থেকে গ্রেফতার করা হয়েছিল মহম্মদ মেহবুব নামে এক গয়নার দোকানের কর্মীকে৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement