ছবি: প্রতীকী
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তফসিলি জাতি-উপজাতি আইনের বিরোধিতা করে এবার চরম পদক্ষেপ নিল সংরক্ষণ বিরোধী দুই গোষ্ঠী৷ দিল্লির বুকে সংবিধানের প্রতিলিপি পুড়িয়ে এবং সংবিধানের স্রষ্টা ভীমরাও আম্বেদকরের বিরুদ্ধে স্লোগান দিয়ে প্রতিবাদ প্রদর্শন করল তারা৷ অভিযোগের ভিত্তিতে, এই ঘটনাযর সঙ্গে জড়িত একজন মূলপাণ্ডাকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ৷ খোঁজ চলছে আরও একজনের৷
[ছেলেদের তুলনায় বাড়ছে নাবালিকা মেয়েদের পালিয়ে যাওয়ার প্রবণতা]
জানা গিয়েছে, রবিবার এই মর্মে অভিযোগ জমা পড়ে দিল্লির পার্লামেন্ট স্ট্রিট থানাতে৷ অভিযোগ দায়ের করেন অখিল ভারতীয় ভীম সেনার ন্যাশনাল ইনচার্জ অনিল তানওয়ার৷ পুলিশের কাছে লিখিত আকারে তিনি জানান, দু’দিন আগে দিল্লির পার্লামেন্ট স্ট্রিটে সংরক্ষণের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল বের করে দু’টি সংগঠন৷ প্রথম সংগঠনটি হল ইয়ুথ ইকুয়ালিটি ফাউন্ডেশন বা আজাদ সেনা এবং দ্বিতীয়টি সংগঠনটি হল সংরক্ষণ বিরোধী পার্টি৷ অভিষেক শুক্লা ও দীপক গউরের নেতৃত্বে হয় বিক্ষোভ প্রদর্শন৷ সেই বিক্ষোভ মিছিলে পোড়ান হয় সংবিধানের প্রতিলিপি এবং সংবিধানের স্রষ্টা বাবাসাহেব ভীমরাও আম্বেদকরের বিরুদ্ধে কুরুচিকর স্লোগান দেওয়া হয়৷ অপমান করা হয় স্রষ্টা ও তাঁর সৃষ্টিকে৷ নিজের অভিযোগের প্রমাণস্বরূপ পুলিশের কাছে একটি ভিডিও ফুটেজও পেশ করেন অনিল তানওয়ার৷
[বন্যায় বিপর্যস্ত কেরল, ব্যবসা ভুলে কম্বল বিতরণ ফেরিওয়ালার]
জানা গিয়েছে, এরপরেই তৎপর হয়ে ওঠে দিল্লি পুলিশ৷ তাঁরা খোঁজ চালাতে থাকেন ঘটনার দুই মূল পাণ্ডা অভিষেক শুক্লা ও দীপক গউরের৷ তল্লাশি চালানো হয় দিল্লি, হরিয়ানা ও উত্তরপ্রদেশের বিভিন্ন স্থানে৷ কিন্তু বারবারই পুলিশকে ফাঁকি দিয়ে পালিয়ে যায় দুই অভিযুক্ত৷ অবশেষে রবিবার রাতে ফরিদাবাদ থেকে একজন মূলপাণ্ডা দীপক গউরকে গ্রেপ্তার করেন দিল্লি পুলিশের একটি শাখা৷ ধৃতের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে৷ অন্যজনের খোঁজ চালাচ্ছে পুলিশ৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.