Advertisement
Advertisement

Breaking News

Uttar Pradesh

বচসার জেরে লিভ ইন সঙ্গীকে গলা টিপে খুন! গ্রেপ্তার অভিযুক্ত

পুলিশের জেরার মুখে অভিযুক্ত ব্যক্তি তাঁর অপরাধ স্বীকার করেন।

Man arrested for allegedly killing live-in partner in Uttar Pradesh। Sangbad Pratidin
Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:July 8, 2023 11:32 am
  • Updated:July 8, 2023 11:45 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বচসার জেরে লিভ ইনে থাকা সঙ্গীকে গলা টিপে খুন করার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। মহিলার আগের পক্ষের ছেলে পুলিশের দ্বারস্থ হতেই পুলিশের হাতে গ্রেপ্তার অভিযুক্ত। মর্মান্তিক এই ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশে।

পুলিশ সূত্রে খবর, গত ৫ জুলাই তাঁদের কাছে একটি অভিযোগ আসে যে সন্তোষী রাওয়াত নামে এক মহিলাকে খুন করা হয়েছে। নীরজ রাওয়াত নামে এক ব্যক্তির সঙ্গে তাঁর সম্পর্ক ছিল। তাঁরা একসঙ্গে থাকতেন।

Advertisement

[আরও পড়ুন: ভিসার মেয়াদ ফুরনোর পরেও ভারতে, ডিটেনশন সেন্টারে দুই চিনা নাগরিক]

পুলিশের কাছে খুনের লিখিত অভিযোগ জানিয়েছিলেন মৃতার ছেলে। তাঁর দাবি ছিল, ওই মহিলাকে খুন করেছেন তাঁরই লিভ ইন সঙ্গী। এরপর পুলিশ তদন্ত শুরু করে। শুক্রবার পুলিশের হাতে গ্রেপ্তার হন নীরজ। তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

জানা গিয়েছে, পুলিশের জেরার মুখে নীরজ তাঁর অপরাধ স্বীকারও করেন। তিনি জানিয়েছেন, তাঁরা একসঙ্গে লিভ ইন করতেন। ঘটনার দিন দু’জনের মধ্যে প্রবল তর্কবিতর্ক শুরু হয়। তারপরই সন্তোষীকে গলা টিপে খুন করেন তিনি।

[আরও পড়ুন: করমণ্ডল ট্রেন দুর্ঘটনা: ৩ রেল আধিকারিককে গ্রেপ্তার করল CBI, অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement