Advertisement
Advertisement
Air India

এয়ার ইন্ডিয়ার বিমানের সিটের পাশে মলত্যাগ, ফেললেন থুতুও! গ্রেপ্তার যাত্রী

একাধিক ধারায় মামলা রুজু হয়েছে অভিযুক্তের বিরুদ্ধে।

Man Arrested After Defecates Mid-Air On Mumbai-Delhi Air India Flight | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:June 27, 2023 4:45 pm
  • Updated:June 27, 2023 5:13 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের এয়ার ইন্ডিয়া (Air India), আবারও বিমানে অভব্য আচরণের অভিযোগ যাত্রীর বিরুদ্ধে। তবে নয়া কাণ্ডে অস্বস্তিতে পড়েন উড়ানে থাকা সব যাত্রী। মাঝ আকাশে বিমানের শৌচাগার ব্যবহার না করে আসনের পাশেই মলত্যাগ করেন এক যাত্রী। এখানেই শেষ নয়, তাঁর বিরুদ্ধে প্রস্রাব করা এবং থুতু ফেলারও অভিযোগ উঠেছে। গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তকে।

ঘটনাটি ২৪ জুনের। বিমানটি ছিল মুম্বই থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার এআইসি ৮৬৬। সেখানে অন্য যাত্রীদের সঙ্গে ছিলেন রাম সিং নামের এক ব্যক্তি। তাঁর বিরুদ্ধে অভিযোগ, বিমানের আসনের ৯ নম্বর সারির কাছে তিনি প্রস্রাব এবং মলত্যাগ করেন। থুতুও ফেলেন। বিমানকর্মীরা জানিয়েছেন, তাঁকে নিরস্ত করার চেষ্টা হলেও তিনি শোনেননি। এরপর অভিযুক্তকে অন্য যাত্রীদের থেকে আলাদা করে দেওয়া হয়। ঘটনার কথা জানানো হয় পাইলটকে।

Advertisement

[আরও পড়ুন: বারো সেকেন্ডের দুর্ধর্ষ ডাকাতি, ৫ ডাকাতকে ধরতে ১৬০০ জনকে হেফাজতে নিল দিল্লি পুলিশ]

দিল্লি বিমানবন্দরে বিমানটি নামতেই ব্যবস্থা নেওয়া হয় অভিযুক্তের বিরুদ্ধে। রাম সিংয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে বিমান সংস্থা। একাধিক ধারায় মামলা রুজু করে গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তকে। গত বছরের নভেম্বরে মাসে এয়ার ইন্ডিয়ারই একটি বিমানে এক মহিলা সহযাত্রীর গায়ে প্রস্রাব করার অভিযোগ উঠেছিল যুবকের বিরুদ্ধে। ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছিল।

[আরও পড়ুন: প্রধানমন্ত্রীর নিশানায় বিরোধী মহাজোট, বাংলা নিয়ে দুর্নীতি তোপ মোদির]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement