Advertisement
Advertisement
Aadhaar Card

মোদি-যোগীর আধারের তথ্যবদল যুবকের! গ্রেপ্তার অভিযুক্ত

'আইপি অ্যাড্রেসের' সূত্র ধরে অভিযুক্তের হদিশ।

Man aressted for allegedly changed the date of birth of PM Modi and Yogi Adityanath's aadhaar card। Sangbad Pratidin
Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:July 27, 2023 12:48 pm
  • Updated:July 27, 2023 12:50 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আধারে তথ্যবদল! একইভাবে নাকি পালটে দেওয়া হয়েছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের আধার কার্ডের তথ্যও। এই অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল গুজরাট পুলিশ।

সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, ধৃত যুবকের নাম অর্পণ দুবে ওরফে মদন কুমার। বিহারের মুজফ্ফরপুর জেলার বাসিন্দা। মুজফ্ফরপুরের পুলিশ আধিকারিক রাকেশ কুমার জানিয়েছেন, সাদাতপুর এলাকা থেকে অর্পণ দুবেকে গুজরাট পুলিশের একটি টিম।   

Advertisement

জানা গিয়েছে, কান্তি থানার সাদাতপুর অঞ্চলের একটি কলেজে স্নাতক স্তরে পড়াশোনার জন্য ভরতি হয় অভিযুক্ত। অভিযোগ, সে ওয়েবসাইটে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের আধার কার্ডের তথ্য পরিবর্তন করেছে। অভিযোগ, মোদি-যোগীর আধার কার্ডে জন্মতারিখ বদল করে দিয়েছিল ওই যুবক। শুধু তাই নয়, সেই আধার কার্ডগুলির ‘অপব্যবহার’ করা হয় বলেও খবর পুলিশ সূত্রে। তবে কী ধরনের অপব্যবহার, তা স্পষ্ট করে বলা হয়নি।   

[আরও পড়ুন: এবার ভোপাল-দিল্লি রুটের বন্দে ভারতে পাথর, ভাঙল জানলার কাচ]

প্রধানমন্ত্রী ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর আধার কার্ডের তথ্য বদল নিয়ে অভিযোগ পাওয়ার পরই তদন্তে নামে গুজরাট পুলিশ। এরপর ওয়েবসাইটের ‘আইপি অ্যাড্রেসের’ সূত্র ধরে অভিযুক্তের হদিশ পান পুলিশ আধিকারিকেরা। তারপরই বিহার থেকে গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে।

[আরও পড়ুন: সরকারি কর্মীদের টানা ১২ মাস মাতৃত্বকালীন ছুটি, ঘোষণা এই রাজ্যের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement