সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘুমন্ত দলিত (Dalit) শ্রমিকের মুখে প্রস্রাব করার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। ভাইরাল হয়ে গিয়েছে ভিডিও। যাকে ঘিরে চাঞ্চল্য লখনউয়ে (Lucknow)। পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করার আশ্বাস দিলেও এখনও পর্যন্ত কোনও পদক্ষেপ করেনি।
ঠিক কী অভিযোগ? রাজকুমার রাওয়াত নামের এক শ্রমিক কাজশেষে বিকেলের দিকে ঘুমোচ্ছিলেন। অভিযোগে, ঠিক সেই সময়ই ওই দলিত যুবকের মুখে প্রস্রাব করে দেন অভিযুক্ত সঞ্জয় মৌর্য। বলা হচ্ছে, তাঁকে জাগাতেই নাকি এই কাজ করেন তিনি। ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সোশাল মিডিয়ায়। যার পর থেকে দানা বেঁধেছে বিতর্ক।
ইতিমধ্যেই রাজকুমারের পরিবার পুলিশে অভিযোগ দায়ের করেছে। পুলিশের তরফে জানানো হয়েছে, তাদের হাতেও ভিডিওটি এসেছে। এবং তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তকে গ্রেপ্তার করা হবে শিগগিরি, দাবি পুলিশের। ডিসিপি ওয়েস্ট জোন দুর্গেশ কুমার বলেছেন, ”আমাদের কাছে এই মামলা সংক্রান্ত তথ্য এসেছে। রবিবার ভিডিওটি তোলা হয়েছে। নিগৃহীতের পরিবার অভিযোগ দায়ের করেছে। আমরা বিষয়টি নিয়ে তদন্ত করছি। অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করা হবে।”
গত বছরের জুলাইয়েও একই ধরনের ঘটনা ঘটেছিল মধ্যপ্রদেশে। এক আদিবাসী ব্যক্তির গায়ে প্রস্রাব করে দেন এক ব্যক্তি। ভিডিও ভাইরাল হতেই গ্রেপ্তার হয়েছিলেন অভিযুক্ত প্রবেশ শুক্লা। গোটা দেশে বিতর্ক শুরু হয়েছিল ভিডিও ঘিরে। রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান নির্যাতিতকে নিজের বাড়িতে আমন্ত্রণ করেন। তার পর তাঁর পা ধুয়ে দেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.