Advertisement
Advertisement
Pune

রেস্তরাঁয় বন্ধুদের সঙ্গে নৈশভোজের সময় হামলা, গুলি ও ছোরার কোপে খুন যুবক!

৭-৮ জন দুষ্কৃতী মিলে ভিড় রেস্তরাঁয় চালাল হত্যালীলা!

Man allegedly shot on head, attacked with knife at Pune eatery

ছবি: প্রতীকী

Published by: Biswadip Dey
  • Posted:March 17, 2024 12:50 pm
  • Updated:March 17, 2024 12:50 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জনবহুল রেস্তরাঁর মধ্যেই হাড়হিম এক খুনের ঘটনার সাক্ষী হল পুণে। রেস্তরাঁয় বসে খাবার খাওয়ার সময় এক যুবককে প্রথমে গুলি করে এবং পরে ধারালো ছুরির সাহায্যে খুন (Murder) করল আততায়ীরা। সিসিটিভি ফুটেজ দেখে শিউরে উঠছেন নেটিজেনরা। দেখা যাচ্ছে, ৭-৮ জন দুষ্কৃতী কীভাবে হামলা চালাচ্ছে।

ফুটেজেই দেখা গিয়েছে, কীভাবে গুলি চালানোর পর বার বার কোপ মেরে হত্যা করা হচ্ছে ওই ব্যক্তিকে। মৃত ব্যক্তি তাঁর বন্ধুদের সঙ্গে পুণের (Pune) ওই হোটেলে নৈশভোজে এসেছিলেন শনিবার রাত আটটা নাগাদ। কেন এভাবে খুন হতে হল বছর চৌত্রিশের অবিনাশ বালু ধানভে। পুলিশের প্রাথমিক অনুমান, দুই গ্যাংয়ের লড়াইয়েরই ফলশ্রুতি পুণে-সোলাপুর হাইওয়ের উপরে অবস্থিত হোটেলের ওই ভয়ংকর হত্যাকাণ্ড।

Advertisement

[আরও পড়ুন: বাংলায় ৭ দফায় নির্বাচন, কোন লোকসভা কেন্দ্রে কবে ভোট? রইল পূর্ণাঙ্গ তালিকা]

শনিবাসরীয় সন্ধ্যার সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, প্রথমে দুই আততায়ী রেস্তরাঁর ভিতরে প্রবেশ করে। তাদের একজনের হাতে প্লাস্টিকের ব্যাগ ছিল। তার ভিতর থেকে বন্দুক বের করে সে গুলি চালায় অবিনাশের উপরে। সঙ্গে সঙ্গে সেখান থেকে পালিয়ে যান প্রয়াত যুবকের সঙ্গে আসা তিন ব্যক্তি। পরে আরও ৬ জন আততায়ী সেখানে আসে। তাদেরই একজন ছোরা দিয়ে কোপানো শুরু করে। একবারও আশপাশে থাকা কারও প্রতি কোনও রকম হামলা চালানোর চেষ্টা করেনি দুষ্কৃতীরা।

পুলিশ তদন্ত শুরু করেছে। পাঁচ সদস্যের এক দল গঠন করা হয়েছে। প্রাথমিক তদন্তে বিষয়টা গ্যাংওয়ার বলেই মনে করা হচ্ছে। পুলিশের তরফে জানানো হয়েছে, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

[আরও পড়ুন: প্রকৃত নিয়ন্ত্রণরেখার পরিস্থিতি কেমন? চিনের মোকাবিলায় কতটা তৈরি ফৌজ? জানালেন সেনাপ্রধান]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement