Advertisement
Advertisement

এটিএম লাইনে মোদি বিরোধিতা, বেধড়ক মার প্রৌঢ়কে !

শুক্রবার ঘটে ঘটনা, রবিবার অভিযোগ দায়ের৷ অভিযোগ কেন এত পরে, খতিয়ে দেখছে পুলিশ৷

Man allegedly beaten after he blamed PM Modi
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 19, 2016 11:25 am
  • Updated:December 19, 2016 11:25 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এটিএমের লাইনে দাঁড়াতে হচ্ছে, মাসকাবারি বাজারেও কাটছাঁট করতে হচ্ছে৷ টাকার টালমাটালেও নোট বাতিলের সিদ্ধান্তে মোদির পাশেই রয়েছেন অধিকাংশ মানুষ৷ মোদি-ম্যাজিকের প্রভাব এতটাই, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কোনও কোনও কথাই ধোপে টিকছে না৷ সম্প্রতি এই নমুনা মিলল দক্ষিণ দিল্লির জৈতপুর এলাকায়৷

এটিএমের লাইনে মোদি বিরোধী উক্তি করার জন্য মারধর খেতে হয়েছে তাঁকে৷ এমনই অভিযোগ ৪৫ বছরের লাল্লন সিং কুশওয়াহর৷ রবিবার লাল্লন পুলিশকে জানায়, ১৫ ডিসেম্বর টেলিভিশন কিনতে যাচ্ছিলেন তিনি৷ পথে একটি এটিএমের সামনে প্রচুর মানুষকে লাইনে দাঁড়িয়ে থাকতে দেখেন৷ সেখানেই তিনি বলে বসেন, মোদির জন্যই এত লাইন৷ এরপই অতীক নামে এক ব্যক্তি লাইন থেকে বেরিয়ে এসে তাঁকে মারতে শুরু করে৷ ক্রিকেটের উইকেট দিয়ে বেধড়ক পেটানো হয় তাঁকে৷ লাল্লনের কাছে টিভি কেনার জন্য ৬০০০ টাকার টাকা ছিল৷ তাও জোর করে ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ৷

Advertisement

রবিবার এই অভিযোগ দায়ের করেছেন লাল্লন৷ বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ৷ তবে ঘটনার এত পরে কেন লাল্লন অভিযোগ জানালেন, সেই বিষয়টিও তদন্ত করে দেখা হবে বলে জানা গিয়েছে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement