সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গোমতী তীরের নগরকে যেন অনেকটা গঙ্গাপারের শহরের ধাঁচেই সাজানো হয়েছিল৷ মমতার হোর্ডিং-ব্যানার-কাট আউটে পরিবেশ ছিল চেনা চেনা৷ তবু লড়াইটা ছিল অচেনা জায়গায়৷ সপার সমর্থনে লখনউয়ের সাজানো মঞ্চ থেকেই মোদি বিরোধিতার চেনা ঝাঁজে দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায়কে৷ এক দিনের ব্যবধানে কলকাতার ডোরিনা ক্রসিং আর লখনউকে যেন তিনি এক করে দিলেন৷ আওয়াজ উঠল, মোদি সরকার…হায় হায়!
কলকাতা ছাড়ার সময় বলেই গিয়েছিলেন, মোদি সরকারকে উৎখাত করা না অবধি তিনি থামবেন না৷ এদিন লখনউয়ে আয়োজিত জনসভা থেকে সেই না-থামার প্রমাণ দিলেন মমতা৷ সপার সমর্থন বরাবরই তাঁর সঙ্গে ছিল৷ যন্তরমন্তরে যখন ধরনায় বসেছিলেন তখন পাশে পেয়েছিলেন সপা সাংসদ জয়া বচ্চনকে৷ গতকাল তাঁকে বিমানবন্দরে স্বাগত জানান উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব৷ রাজনৈতিক কারণে তিনি বা ‘নেতা জি’ মুলায়ম অবশ্য মমতার সভায় হাজির থাকতে পারেননি৷ কিন্তু পাঠিয়ে দিয়েছিলেন দুই মন্ত্রীকে৷ এদিনের সভা উপস্থিত ছিলেন সপা সংসদ কিরণময় নন্দও৷ জনসভায় দলীয় সমর্থক পাঠিয়েও মমতার জন্য বিরোধিতার মঞ্চ সাজিয়ে রেখেছিল সপা৷ সে ঋণ স্বীকার করে নিয়ে প্রত্যাশিত মেজাজেই মোদিকে আক্রমণ করলেন মমতা৷ উসকে দিলেন নোট বাতিলের সিদ্ধান্তের পিছনে রাজনীতির জল্পনা৷ জানালেন, “ঠিক উত্তরপ্রদেশ নির্বাচনের মুখেই এই সিদ্ধান্ত কেন? আমরা কেউ কালো টাকার রোখার বিরোধী নই৷ কিন্তু পরিকল্পনার প্রয়োজন ছিল৷ ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন৷ আর ইনি ইনি চুপিচুপি সে কাজ করে দিলেন৷ কিন্তু গণতন্ত্রে জরুরি অবস্থা চলে না৷”
মাসপয়লায় সাধারণ মানুষ যে ঘোর বিপদে পড়বেন সে কথা তুলে মমতার মন্তব্য, “দেশের ৮৫ শতাংশ লোককে চোর বলছে৷ সবাই চোর, আর উনি বড় সাধু৷” কালোধন রুখতে কালো আইন জারি করেছে বলে মোদিকে তোপ দেগে মমতা বলেন, “সাধারণ মানুষের অধিকার ছিনিয়ে নিচ্ছেন প্রধানমন্ত্রী৷ বাচ্চাদের মুখের খাবার থেকে যুবকদের ভবিষ্যৎ কেড়ে নিচ্ছেন৷ ১০০০ টাকা কালো হলে ২০০০ টাকা কি কালো হতে পারে না?” সুইস ব্যাঙ্ক থেকে কেন কালো টাকা ফিরল না, সে প্রশ্নেও এদিন মমতাকে বেঁধেন মমতা৷ আর তাই তাঁর এখনও দাবি, এই সিদ্ধান্ত প্রত্য়াহার করুক সরকার৷
এবার মমতার মিশন পাটনা৷ নীতিশ কুমারের সরকার অবশ্য নোট বাতিলের স্বপক্ষেই৷ ফলত আরও এক অচেনা পরিবেশই লড়াই শুরু হবে মমতার৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.