Advertisement
Advertisement

Breaking News

Mamata-Modi Meeting

Mamata-Modi Meeting: বাংলার পাওনা আদায়ে মোদির সঙ্গে বৈঠকে মমতা, সঙ্গী ১১ তৃণমূল সাংসদ

দীর্ঘ ১৬ মাস পর বৈঠকে মুখোমুখি মোদি-মমতা।

Mamata-Modi Meeting: CM Mamata Banerjee meets PM Modi at new Parliament | Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Sulaya Singha
  • Posted:December 20, 2023 11:27 am
  • Updated:December 20, 2023 1:01 pm  

নন্দিতা রায়, নয়াদিল্লি: বকেয়া থেকে বঞ্চিত বাংলা। সেই হকের পাওনা আনতেই আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে বসলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, বুধবার দিল্লির নয়া সংসদ ভবনে মোদির (PM Modi) সঙ্গে সকাল ১১টায় বৈঠক শুরু। বৈঠকে মমতার সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়াও রয়েছেন আরও ১০ তৃণমূল সাংসদ।

দীর্ঘ ১৬ মাস পর বৈঠকে মুখোমুখি মোদি-মমতা(Mamata-Modi Meeting)। তিনদিনের দিল্লি সফরে গতকালই ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। যেখানে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের নাম প্রস্তাব করেন তিনি। যে প্রস্তাব সমর্থনও করেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সেই বৈঠকের পরের দিনই প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ রাজনৈতিক দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

Advertisement

[আরও পড়ুন: নির্বাচনে লড়তে পারবেন না, ‘কুচুটে’ বাইডেনের চক্রান্তেই ‘স্বপ্নভঙ্গ’! বেনজির তোপ ট্রাম্পের]

Mamata
তৃণমূল সাংসদদের সঙ্গে নয়া সংসদ ভবনের পথে মমতা। নিজস্ব চিত্র

মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছিলেন, কেন্দ্রীয় সরকার আবাস যোজনা, একশো দিনের কাজ, গ্রামীণ সড়ক ও স্বাস্থ্য যোজনা-সহ একাধিক প্রকল্পের টাকা আটকে রেখেছে। রাজ্যের সেই পাওনা মিটিয়ে দেওয়ার দাবি জানাবেন তিনি। বাংলার হকের পাওনা নিয়ে কথা বলতেই প্রধানমন্ত্রীর সময় চেয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই মতোই আজকের সাক্ষাৎ।

এর আগে একাধিকবার কেন্দ্রের বঞ্চনা নিয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। দিল্লিতে ধরনা দেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ দলের সাংসদ, মন্ত্রী ও বিধায়করাও। এদিনের বৈঠকে মমতার সঙ্গী সুদীপ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও’ব্রায়েন, কাকলি ঘোষদস্তিদার, শতাব্দী রায়, প্রকাশ বরাইক, প্রতিমা মণ্ডল, সাজদা আহমেদ, নাদিমুল হক।

[আরও পড়ুন: ‘গণতন্ত্রের শ্বাসরোধ করা হচ্ছে’, সাংসদের সাসপেন্ড হওয়া প্রসঙ্গে তোপ সোনিয়ার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement