Advertisement
Advertisement

রাজধানীতে পিছোল বিজেপি বিরোধী রণকৌশল নির্ধারণ বৈঠক

লোকসভার আগে গুঁটি সাজাতে শুরু করেছেন তৃণমূল সুপ্রিমো৷

Mamata defers grand alliance meet
Published by: Kumaresh Halder
  • Posted:November 19, 2018 5:41 pm
  • Updated:June 21, 2022 7:58 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  বিধানসভা ভোটের প্রক্রিয়া চালু হয়ে গিয়েছে পাঁচ রাজ্যে৷ ভোটগ্রহণ চলছে ছত্তিশগড়ে৷ লোকসভা নির্বাচনের আগে অ্যাসিড টেস্টের মুখে বিজেপি৷  শেষবারের মতো শক্তি মেপে নিতেও মরিয়া বিরোধীরা৷ তুঙ্গে ভোটের প্রস্তুতি, চূড়ান্ত ব্যস্ততা৷ কিন্তু এখনই বিজেপি বিরোধী মঞ্চ গড়ে তুলে তড়িঘড়ি রণকৌশল নির্ধারণ হোক, এমনটাই চাইছে না বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বরং দীর্ঘ আলোচনার মাধ্যমে কংগ্রেস-সহ বিজেপি বিরোধী দলগুলিকে এক ছাতার নিচে এনে রণকৌশল স্থির করার আরজি জানিয়েছেন তিনি৷ ফলে আপাতত দিল্লিতে বিরোধী দলের বৈঠক স্থগিত করে দিলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ও তেলগু দেশম পার্টির নেতা চন্দ্রবাবু নায়ডু৷ সবকিছু ঠিকঠাক থাকলে ডিসেম্বরে দ্বিতীয়-তৃতীয় সপ্তাহে বৈঠক হতে পারে  বলে খবর৷  

[কেউ রথ আটকালে আগে মারুন, পরে পুলিশে দিন! ফের বেফাঁস মন্তব্য দিলীপের]

লোকসভা নির্বাচনের আগে বিরোধীর সংঘবদ্ধ করার উদ্যোগ নিয়েছেন চন্দ্রবাবু৷ কংগ্রেস সভাপতির সঙ্গে আলোচনা করে বিরোধী দলের বৈঠকের দিনক্ষণ স্থির করে ফেলেছিলেন তিনি৷ কিন্তু, বৈঠকের দিনক্ষণ স্থির হওয়ার পরপরই পাঁচ রাজ্যের নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা করে কমিশন৷ স্বাভাবিক কারণেই রাজনৈতিক দলের ব্যস্ততাও তুঙ্গে ওঠে৷ পাঁচ রাজ্যে ভোট প্রচারে নেমে পড়েছেন সনিয়া, রাহুল-সহ বিরোধী দলের নেতারা৷ ফলে, কংগ্রেসকে বাদ রেখে বিরোধী জোটের বৈঠক আদৌ ফলপ্রসূ হবে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী৷ নভেম্বরের পরিবর্তে ডিসেম্বর বৈঠকের আরজি জানান মমতা৷ বাংলার মুখ্যমন্ত্রীকে গুরুত্ব দিয়ে বৈঠক পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন চন্দ্রবাবু৷  

Advertisement

[রাজ্যে কমছে স্কুলছুটের সংখ্যা, বিধানসভায় জানালেন শিক্ষামন্ত্রী]

বিরোধী জোটের পাল শক্ত হাতে ধরতে রাজধানী সফরের প্রস্তুতিও নিতে শুরু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ দু’দিনের কর্মসূচিতে ইউপিএ চেয়ারপারসন সনিয়া গান্ধীর সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকও করার কথা ছিল তাঁর৷ আগামী ২২ নভেম্বর চন্দ্রবাবু নায়ডুর ডাকা বিরোধীদের বৈঠকে হাজির হাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রীর৷ কিন্তু, মাঝে নির্বাচন ঘোষণা হতেই বদলে যায় সূচি৷ তৃণমূল সূত্রে খবর, ডিসেম্বরে বিজেপি বিরোধী জটের মঞ্চ গড়ে দেশের সমস্ত অ-বিজেপি রাজনৈতিক দলগুলিকে ব্রিগেড সমাবেশে অংশ নেওয়ার জন্য অনুরোধ জানাতে পারেন মমতা৷ সেই অনুযায়ী এখন থেকেই গুঁটি সাজাতে শুরু করেছেন তৃণমূল সুপ্রিমো৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement