Advertisement
Advertisement

বিশৃঙ্খল অর্থনীতিকে শৃঙ্খলায় ফিরিয়েছেন উর্জিত, প্রশংসা মোদি-জেটলির

রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে তৃণমূল।

Mamata blames centre over RBI issue
Published by: Subhajit Mandal
  • Posted:December 10, 2018 7:50 pm
  • Updated:December 10, 2018 7:50 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উর্জিত প্যাটেলের পদত্যাগের পিছনে অনেকেই কেন্দ্র-আরবিআই সংঘাতের তত্ত্ব খাড়া করছেন। বিরোধীরা বলছে কেন্দ্রের চাপের মুখেই পদত্যাগ করতে বাধ্য হয়েছেন উর্জিত। অর্থমন্ত্রীর সঙ্গে উর্জিতের তথাকথিত মতানৈক্যকেও দায়ী করছে কংগ্রেস। এসব বিতর্কের মধ্যেই কিন্তু উর্জিতের প্রতি সৌজন্য দেখালেন মোদি-জেটলিরা। প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী দু’জনই প্রশংসায় ভরিয়ে দিলেন আরবিআইয়ের বিদায়ী গভর্নরকে। মোদি বলেন, “উর্জিত প্যাটেল সর্বোচ্চ স্তরের অর্থনীতিবিদ। তাঁর নেতৃত্বেই ভারতের ব্যাংকিং সিস্টেম বিশৃঙ্খল থেকে সুশৃঙ্খল হয়েছে। ভারতের অর্থনীতিতে আলাদা ছাপ রেখে যাচ্ছেন উর্জিত।” বৈরিতা ভুলে উর্জিতের প্রশংসা করেছেন অর্থমন্ত্রী অরুণ জেটলিও। তিনি বলেন, “উর্জিত প্যাটেলের সঙ্গে কাজ করা আমার জন্য সৌভাগ্যের, তাঁর জ্ঞান আমাকে সমৃদ্ধ করেছে। আগামী দিনে আরও সাফল্য কামনা করছি।”

 

[কেন্দ্রের সঙ্গে সংঘাতের জের! RBI গভর্নর পদ থেকে ইস্তফা উর্জিত প্যাটেলের]

বিরোধীরা অবশ্য উর্জিতের পদত্যাগকে হাতিয়ার করে কেন্দ্রকে কাঠগড়ায় তোলার চেষ্টা করছে। সুর সপ্তমে চড়িয়েছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উর্জিতের পদত্যাগ প্রসঙ্গে প্রতিক্রিয়া দিতে গিয়ে তৃণমূলনেত্রী বলেন, ” দেশে অর্থনৈতিক অচলাবস্থা চলছে, আর্থিক স্থায়িত্ব নেই। এটা গোটা দেশের জন্য উদ্বেগের, আর্থিক জরুরি অবস্থা শুরু হয়ে গিয়েছে। আমরা রাষ্ট্রপতির কাছে যাব।” সূত্রের খবর, নেত্রীর ঘোষণা অনুযায়ী শীঘ্রই রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে নালিশ জানাতে যাবে তৃণমূল কংগ্রেস।

[বড় সাফল্য কেন্দ্রের, মালিয়াকে ভারতে প্রত্যর্পণে সায় আদালতের]

একা তৃণমূল নয়, একই সুরে কেন্দ্রকে আক্রমণ শানিয়েছে কংগ্রেসও। “চৌকিদার গণতান্ত্রিক পদ্ধতিকে অপমান করছেন, উর্জিত প্যাটেলের পদত্যাগও তারই ফলশ্রুতি।” কংগ্রেস নেতা আহমেদ প্যাটেল বলেন, “উর্জিতের পদত্যাগ আমাদের আর্থিক ইতিহাসে কালো দাগ হয়ে থাকবে। দেশে অঘোষিত আর্থিক জরুরি অবস্থা জারি হয়েছে।” 

 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement