সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বারাণসীতে পা রাখতেই বিজেপি শিবিরে আতঙ্ক? নাহলে সামান্য সময়ের ব্যবধানে মমতাকে কালো পতাকা দেখানো হবে কেন? বুধবার সন্ধেয় বারাণসীতে এরাজ্যের মুখ্যমন্ত্রী পা রাখতেই বিমানবন্দরের বাইরে তাঁকে উদ্দেশ করে কালো পতাকা দেখায় বিজেপি।
#WATCH | West Bengal Chief Minister Mamata Banerjee attends Ganga Aarti at Dashashwamedh Ghat in Varanasi, Uttar Pradesh. pic.twitter.com/jlyG97fU9G
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) March 2, 2022
বিক্ষোভ এড়িয়েই এদিন বারাণসীর দশাশ্বমেধ ঘাটে আরতি দেখতে যান তৃণমূল নেত্রী। সেখানেও তাঁকে দেখে বিক্ষোভ দেখায় বিজেপি। ফেরার পথে আবার মমতার গাড়ি ঘিরে বিক্ষোভ দেখানো হয়। মমতাকে কালো পতাকা দেখানো হয়। দেওয়া হয় ‘জয় শ্রীরাম’ স্লোগানও। যদিও বিজেপি (BJP) সমর্থকদের বিক্ষোভে বিচলিত হননি তৃণমূল নেত্রী। উলটে বিক্ষোভকারীদের তিনি তাঁর সভায় আসতে আহ্বান করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বিক্ষোভকারীদের উদ্দেশে বলেন, “আপনাদের ব্যবহারই বলে দিচ্ছে, আপনারা হারছেন। কাল আমাদের সভায় আসুন।”
বারাণসীতে জননেত্রীকে ঘিরে এভাবে বিক্ষোভ দেখানো নিয়ে উষ্মাপ্রকাশ করেছেন সমাজবাদী পার্টি সুপ্রিমো অখিলেশ যাদবও (Akhilesh Yadav)। মমতার সুরেই তিনি বলেন, “বিজেপির হার নিশ্চিত। কারণ দিদি এবং ভাই একসঙ্গে লড়াই করছে। বিজেপি বাংলায় হারের ধাক্কাটা এখনও সামলে উঠতে পারেনি। পরিস্থিতি বেগতিক দেখেই বারাণসীতে মমতাদিদিকে কালো পতাকা দেখানো হয়েছে। এটা বিজেপির হতাশারই বহিঃপ্রকাশ। কারণ ওরা জানে এবার ওরা লজ্জাজনকভাবে হারছে।”
भाजपा के बिगड़े हालात हैं
क्योंकि दीदी-भइया साथ हैं
भाजपा प.बंगाल में हुई शर्मिंदा हार के सदमे से अभी भी नहीं उबरी है, इसीलिए सुश्री ममता बनर्जी जी को बनारस में काले झंडे दिखा रही है। ये भाजपाइयों की हताशा का ही दूसरा रूप है क्योंकि वो जानते हैं कि वो उप्र भी बुरी तरह हार रहे हैं— Akhilesh Yadav (@yadavakhilesh) March 2, 2022
বস্তুত, উত্তরপ্রদেশের প্রথম পাঁচ দফা নির্বাচনের শেষে বেশ চাপে বিজেপি। ষষ্ঠ রাউন্ডে নিজের গড় বারাণসীতে সেই ড্যামেজ কিছুটা কন্ট্রোল করার চেষ্টায় গেরুয়া শিবির। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) কার্যত বারাণসীকেই নিজের ঘরবাড়ি বানিয়ে ফেলেছেন। আগামী তিনদিন সেখানেই পড়ে থাকবেন প্রধানমন্ত্রী। কিন্তু তাতেও কাজের কাজ হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে বিজেপির অন্দরেই। বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায় বারাণসীতে পা রাখার পর অখিলেশের পক্ষে হাওয়া আরও জোরাল হবে বলেই মনে করছে রাজনৈতিক মহল। সম্ভবত, সেকারণেই মমতাকে কালো পতাকা দেখিয়ে হতাশার বহিঃপ্রকাশ ঘটাচ্ছে গেরুয়া শিবির।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.