Advertisement
Advertisement
Mamata Banerjee

প্রধানমন্ত্রী পদে কেন খাড়গের নাম? খোলসা করলেন মমতা

এদিকে সব বুথে ভিভিপ্যাটের দাবিতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হওয়ার প্রস্তুতি নিচ্ছে তৃণমূল।

Mamata Banerjee reveals the reason behind naming Mallikarjun Kharge as PM face of INDIA | Sangbad Pratidin

মমতা বন্দ্যোপাধ্যায় ও মল্লিকার্জুন খাড়গে। ফাইল ছবি

Published by: Subhajit Mandal
  • Posted:December 21, 2023 10:13 am
  • Updated:December 21, 2023 10:13 am  

স্টাফ রিপোর্টার, নয়াদিল্লি: সোনিয়া-রাহুল, ‘ইন্ডিয়া’র (INDIA) অন্য হেভিওয়েটদের ছেড়ে হঠাৎ করে কেন মল্লিকার্জুন খাড়গের নাম প্রধানমন্ত্রীর ‘মুখ’ হিসাবে প্রস্তাব করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)? বিরোধীদের মঙ্গলবারের বৈঠক শেষ হওয়ার পর থেকে এই প্রশ্নে ঝড় উঠেছে দেশজুড়ে। মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই নিজের অবস্থান স্পষ্ট করলেন তৃণমূল কংগ্রেস (TMC) দলনেত্রী। বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাতের পর মুখ্যমন্ত্রী বলেন, “সাম্প্রতিক সময়ে বারবার বিভিন্ন মহল থেকে আমাদের প্রধানমন্ত্রীর মুখ নিয়ে নানা প্রশ্ন উঠেছে। সেই জন্যই আমি খাড়গেজির (Mallikarjun Kharge) নাম প্রস্তাব করি। বলি, তাতে আমাদের কোনও সমস্যা নেই। অরবিন্দ কেজরিওয়াল আমার বক্তব্যকে সমর্থন করেন।”

শুধু এই প্রসঙ্গেই নয়। মঙ্গলবার ‘ইন্ডিয়া’ বৈঠকে আসন্ন লোকসভা নির্বাচনে (Lok Sabha Election) ভিভিপ্যাট নিয়ে যে সুর বেঁধে দিয়েছিলেন তৃণমূল কংগ্রেস দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এদিনও তাঁর কথায় মিলল সেই ছোঁয়া। আরও একবার তিনি জোর দিয়ে বলে গেলেন, “প্রত্যেক বুথে ভিভিপ্যাট রাখা উচিত।” শুধু বক্তব্য রেখেই থামেননি তৃণমূল সুপ্রিমো। লোকসভা ভোটে ১০০ শতাংশ ভিভিপ্যাটের ব্যবহার দাবি নিয়ে তৃণমূল সাংসদদের জাতীয় নির্বাচনে যাওয়ার নির্দেশও দিয়েছেন তিনি।

Advertisement

[আরও পড়ুন: বুর্জ খলিফায় বাদশারাজ, ‘ডাঙ্কি’ ঝড়ে কাঁপছে বলিউডও, ফার্স্ট ডে ফার্স্ট শো দেখছেন কোন তারকারা?]

দলীয় দপ্তরেই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে আসেন কংগ্রেসের রাজ্যসভার সাংসদ দ্বিগ্বিজয় সিং। তাঁকে তিনি বলেন, ইন্ডিয়া জোটেরও ১১০ শতাংশ ভিভিপ্যাট ব্যবহারের দাবি জানানো উচিত। তাতে দ্বিগ্বিজয় মমতাকে জানান, বারবার সময় চাওয়া সত্ত্বেও কমিশন তাঁকে সময় দিচ্ছে না তাই তিনি ভিভিপ্যাট সংক্রান্ত দাবি জানানোর সুযোগ পাচ্ছেন না। তাতে কংগ্রেস নেতাদের নির্বাচন কমিশনের সামনে এই দাবি নিয়ে ধরনায় বসা উচিত বলে তৃণমূল সাংসদদেরও কমিশনের সামনে ধরনায় বসার কথাও বলেন মমতা।

[আরও পড়ুন: শুভেন্দুর আচমকা ‘হানা’! নিরাপত্তা আরও বাড়ছে নবান্নের]

গত বুধবার ১৩ ডিসেম্বর সংসদে হানার ঘটনা আরও একবার কাছাকাছি নিয়ে এসেছে বিজেপি বিরোধী দলগুলিকে। তবে মঙ্গলবারের বৈঠকের পর একটা বিষয় স্পষ্ট, তৃণমূল কংগ্রেস-সহ বিভিন্ন বিরোধী দল চাইছে অবিলম্বে ঠিক হয়ে যাক আসন সমঝোতার রূপরেখা। তৃণমূল নেত্রী এখনও যে আগে আসনরফা করার বিষয়ে জোর দিচ্ছেন, তা স্পষ্ট হয়ে যায় এদিন তৃণমূলের এক পদক্ষেপে। ‘ইন্ডিয়া’ বৈঠকে এদিন ছিলেন না দুই কক্ষের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় বা ডেরেক ও’ ব্রায়েন– কেউই। রাজ্যসভায় বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গের ঘরে বৈঠকে তৃণমূলের প্রতিনিধি হিসাবে ছিলেন দোলা সেন ও নাদিমুল হক। সেখানে ঠিক হয়েছে শুক্রবার দুপুরে যন্তরমন্তরে ধরনা দেবেন অধিবেশন থেকে সাসপেন্ড হওয়া সাংসদরা। মঙ্গলবার ‘ইন্ডিয়া’ বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী দেশজুড়েও চলবে বিক্ষোভ।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement