Advertisement
Advertisement
Nadda

‘তৃণমূল শাসনে বাংলায় নৈরাজ্য চলছে’ উত্তরাখণ্ড থেকে তোপ নাড্ডার, পালটা মমতার

গণতান্ত্রিক উপায়ে বিজেপিকে বাংলায় ফেরানোর ডাক নাড্ডার।

Mamata Banerjee reply on JP Nadda's comment Bengal synonymous with corruption| Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:November 16, 2021 8:28 pm
  • Updated:November 16, 2021 8:28 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তৃণমূল (TMC) শাসিত পশ্চিমবঙ্গ (West Bengal) একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। বর্তমান পশ্চিমবঙ্গের সমার্থক হল দুর্নীতি, নৈরাজ্য, গুন্ডামি। মঙ্গলবার উত্তরখণ্ডের (Uttarakhand) বাঙালি সম্প্রদায়ের অনুষ্ঠানে এসে বললেন বিজেপি সভাপতি জেপি নাড্ডা (JP Nadda)। এদিনই বিজেপি সভাপতির বক্তব্যের পালটা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মমতার বক্তব্য, ঘর সামলে পরের কথা বলুক বিজেপি (BJP)।

বুধবার উত্তরাখণ্ডের উধম সিং জেলার রুদ্রপুরে বাঙালি সম্প্রদায়ের একটি অনুষ্ঠান অংশ নেন জেপি নাড্ডা। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে নাড্ডা বলেন, “একটা সময় ছিল যখন বাংলা গোটা ভারতকে পথ দেখাত। কিন্তু এখন সেই রাজ্যই ভীষণ খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে।”

Advertisement

Mamata Banerjee reply on JP Nadda's comment Bengal synonymous with corruption

[আরও পড়ুন: গুরুপুরবের আগেই খুলছে কর্তারপুর সাহিব করিডর, ঘোষণা অমিত শাহর]

রামমোহন রায়, ঋষি অরবিন্দ, স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কীমচন্দ্র চট্টোপাধ্যায়, সুভাষচন্দ্র বসু, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নাম তুলে বিজেপি সভাপতি বলেন, “এইসব বাঙালি মনীষীদের আমলে সমস্ত ক্ষেত্রে উজ্জ্বল অবস্থানে ছিল বাংলা। আজ সেই বাংলারই কুৎসিত চেহারা দেখছি আমরা।”

নাড্ডার অভিযোগ, “সমস্ত সরকারি প্রকল্প নিয়ে দুর্নীতি করেন তৃণমূল নেতারা। এর মধ্যে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনাও রয়েছে। দুর্নীতিগ্রস্ত নেতাদের কারণেই রাজ্যে খুন, ধর্ষণ, পাচার, যৌন হেনস্থা বাড়তে বাড়তে শিখরে পৌঁছেছে।” পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট পরবর্তী হিংসায় চরম হিংসা হয়েছে বলে জানান জেপি নাড্ডা। নাড্ডা উত্তরাখণ্ডের বাঙালিদের কাছে আবেদন করেন, “প্রথমত উত্তরাখণ্ডে বিজেপিকে জেতান। এরপর গণতান্ত্রিক প্রক্রিয়ার পরিবর্তন আনুন পশ্চিমবঙ্গেও।”

[আরও পড়ুন: অস্ট্রেলিয়ায় গান্ধী মূর্তি ভাঙার পালটা! গুজরাটে গডসের মূর্তি ভাঙলেন কংগ্রেস কর্মীরা]

মঙ্গলবারই দুয়ার রেশন প্রকল্পের অনুষ্ঠানে বিজেপি সভাপতির এমন বক্তব্যের জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন নাড্ডার বক্তব্যের রেশ টেনে মমতা বলেন, “আমি আজ দেখছিলাম বিজেপি সভাপতি ভাষণ দিচ্ছেন, বাংলায় নাকি অরাজগতা চলছে। আমি বলি চ্যারিটি বিগিনস্ অ্যাট হোম। একটু উত্তরপ্রদেশ, গুজরাট, ত্রিপুরা, আসামের দিকে তাকাও। নিজেদের মুখগুলো আয়নার ভাল করে দেখো, তারপর বাংলার নামে সমালোচনা কোরো।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement